Home খবর দেশ বুধবারই নির্বাচিত হবে দিল্লির মেয়র, সিলমোহর উপ-রাজ্যপালের

বুধবারই নির্বাচিত হবে দিল্লির মেয়র, সিলমোহর উপ-রাজ্যপালের

0

নয়া দিল্লি : অবশেষে ঘোষণা হয়ে গেল দিল্লির মেয়র নির্বাচনের দিন। জানা যাচ্ছে, চলতি মাসের ২২ তারিখ অর্থাৎ বুধবার নির্বাচিত হবে দিল্লি পুরসভার মেয়র। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রস্তাবেই অনুমোদন দিয়েছেন উপ রাজ্যপাল ভি কে সাক্সেনা। আজ, শনিবার এই অনুমোদন দেন তিনি।

তবে কেবলমাত্র মেয়র নয়। ডেপুটি মেয়র এবং স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নির্বাচনের দিনও ঘোষণা করেছেন তিনি। জানা যাচ্ছে, মেয়র নির্বাচিত হবে বেলা ১১ টা নাগাদ। ঐদিনই ডেপুটি মেয়র এবং স্ট্যান্ডিং কমিটির ৬ সদস্যের নির্বাচনও অনুষ্ঠিত হবে। এই সমস্ত কাজটি হবে এমসিডি সদনে।

উল্লেখ্য, পুরোভোটে বিপুল সংখ্যা ভোটে জয়লাভ করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। এরপরই জটিলতা বাধে মেয়র নির্বাচন নিয়ে। একাধিকবার দিনক্ষণ স্থির হলেও নির্বাচিত হয়নি মেয়র। আম আদমি পার্টির অভিযোগ, বিজেপি নেতাকে মেয়র নির্বাচিত করে পুরসভার দখল নিতে চাইছে গেরুয়া শিবির।

বিজেপি এবং আম আদমি পার্টির সংঘর্ষে থমকে চায় মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচন। থমকে যায় স্ট্যান্ডিং কমিটি গঠন প্রক্রিয়া। দীর্ঘ বিতর্কের পর আজ, শনিবার অবশেষে ঘোষণা হয়ে গেল দিনক্ষণ।

আরও পড়ুন : ‘কখনও প্রেমে পড়েছেন?’ জবাবে যা বললেন অভিষেক

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version