কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে এক আবর্জনা সংগ্রহকারী গুরুতর আহত হয়েছেন। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ তাদের কাছে বিস্ফোরণের খবর আসে। ঠিক তার আগে, দুপুর দেড়টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে।
পুলিশের মতে, ওই ব্যক্তি একটি সন্দেহজনক ব্যাগে হাত দেওয়ার চেষ্টা করেন, তখনই ব্যাগ থেকে প্রচণ্ড বিস্ফোরণ হয়। আহত ব্যক্তির ডান হাতের কব্জিতে গুরুতর চোট লেগেছে। তাঁকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে, যেখানে তাঁর চিকিৎসা চলছে।
বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে শুরু হয় তদন্ত। তবে, এখনো পর্যন্ত বম্ব স্কোয়াড ঘটনাস্থল থেকে আর কোনো বিস্ফোরক পদার্থ বা সন্দেহজনক বস্তু উদ্ধার করতে পারেনি। পুলিশ জানিয়েছে, তারা পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং এলাকাটি সম্পূর্ণ নিরাপদ করার চেষ্টা চলছে।
তালতলা থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কেন এবং কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ব্যাগের ভেতরে থাকা কোনো বিস্ফোরক বা আতসবাজির মতো কিছুর বিস্ফোরণ ঘটেছে। তবে, বিস্ফোরণের প্রকৃতি এবং উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
এলাকাবাসীর মধ্যে এই বিস্ফোরণ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তের পরই বিস্ফোরণের সঠিক কারণ সম্পর্কে জানানো হবে এবং এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।