যে সমস্ত ট্রাম পরিষেবা বর্তমানে চালু রয়েছে, সেগুলি পরবর্তী শুনানি পর্যন্ত বন্ধ করা যাবে না। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মঙ্গলবার রাজ্য সরকারকে এই নির্দেশ দেন। একই সঙ্গে ট্রাম লাইনে বিটুমিন ঢালার উপরেও স্থগিতাদেশ বহাল থাকবে।
প্রধান বিচারপতি আরও জানান, ট্রাম পরিষেবা পুনরুজ্জীবনের জন্য গঠিত উপদেষ্টা কমিটি প্রায় এক বছর ধরে বৈঠক করেনি। উল্লেখ্য, এই কমিটি ২০২৩ সালের ৭ অগাস্ট গঠিত হয়েছিল, তবে শেষ বৈঠক হয়েছে ২০২৪ সালের ৪ জানুয়ারি।
বিটুমিনের বিষয় নিয়ে অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান যে, ট্রাম লাইনে বিটুমিন ঢালার উপর স্থগিতাদেশ পুনর্বিবেচনার জন্য একটি আবেদন দাখিল করা হয়েছে। প্রধান বিচারপতি বলেন, “কমিটি যদি বৈঠক না করার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারে, তবে আদালত বাধ্য হয়ে প্রতিকূল রায় দেবে। এর আগে পর্যন্ত ট্রাম লাইনে বিটুমিন ঢালা কিংবা ট্র্যাক সরানোর কোনও কাজ করা যাবে না।”
এই মামলার পরবর্তী শুনানি ২০২৪ সালের ১৪ জানুয়ারি ধার্য করা হয়েছে।