কলকাতা: আজ, মঙ্গলবার, ইনফোসিসের কলকাতা ডেভেলপমেন্ট সেন্টার (Kolkata Development Centre)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের এই অত্যাধুনিক উন্নয়ন কেন্দ্রটি তথ্যপ্রযুক্তি শিল্পে পশ্চিমবঙ্গের এক নতুন অধ্যায়ের সূচনা করছে।
এই কেন্দ্র স্থাপনে মোট বিনিয়োগের পরিমাণ ৬০০ কোটি টাকা। এখানে সরাসরি ৩,০০০ কর্মসংস্থান তৈরি হবে। কেন্দ্রটি ৫০ একর জমিতে নির্মিত, যার ৫১ শতাংশ আইটি কাজকর্মের জন্য এবং ৪৯ শতাংশ অন্যান্য কাজে ব্যবহৃত হবে। ৪০,০০০ বর্গফুট এলাকা জুড়ে তৈরি এই অত্যাধুনিক অফিস ভবনের নির্মাণ সম্প্রতি সম্পূর্ণ হয়েছে।
২০১৮ সালের ১৩ আগস্ট মুখ্যমন্ত্রী নিজেই এই কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজকের উদ্বোধন সেই দীর্ঘ পরিকল্পনার সফল বাস্তবায়ন। আগামী ফেব্রুয়ারি ২০২৫-এ অনুষ্ঠিতব্য বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS)-এর আগে এই কেন্দ্রের উদ্বোধন রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পের সম্ভাব্য গুরুত্বকে বাড়াবে।
নিউটাউনে সিলিকন ভ্যালি প্রকল্পের জন্য হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (HIDCO) ইতিমধ্যেই ২০০ একর জমি বরাদ্দ করেছে। নিউটাউন এখন সল্টলেকের সেক্টর ভি-র পর রাজ্যের অন্যতম প্রধান আইটি হাব হয়ে উঠছে। এখানে একাধিক আইটি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠেছে।
নিউটাউনে ইকো পার্ক, মাদার’স ওয়াক্স মিউজিয়াম, রবীন্দ্র তীর্থ ও নজরুল তীর্থের মতো কেন্দ্রগুলি ইতিমধ্যেই এলাকাটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া, এখানে দেশের প্রথম সাইকেল ভাড়া প্রকল্প চালু হয়েছে, যেখানে মানুষ ভাড়ায় সাইকেল নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে দেখতে পারেন এবং প্রয়োজন শেষে নির্ধারিত স্থানে তা জমা দিতে পারেন।
তথ্যপ্রযুক্তি পেশাদারদের রাজ্যে ফেরার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্পের পরিকাঠামো এখন দেশের মধ্যে অন্যতম সেরা। যারা দেশের বাইরে বা দেশের অন্যত্র কাজ করছেন, তাঁরা ফিরে এসে এই রাজ্যের উন্নয়নে অংশগ্রহণ করুন।”
নিউটাউনের এই নতুন ইনফোসিস কেন্দ্রটি শুধু তথ্যপ্রযুক্তি শিল্পের অগ্রগতিতেই নয়,পাশাপাশি রাজ্যের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।