Home খবর কলকাতা মেছুয়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে ঝাঁপ দিয়ে মৃত্যু এক ব্যক্তির

মেছুয়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে ঝাঁপ দিয়ে মৃত্যু এক ব্যক্তির

মেছুয়া আগুন
প্রতীকী ছবি।

মঙ্গলবার সকালে ফের আগুনের আতঙ্ক ঘিরে ধরল কলকাতাকে। মধ্য কলকাতার ঘিঞ্জি এলাকা মেছুয়ার ফলপট্টিতে একটি বহুতল হোটেলে আগুন লাগে। হোটেলটি মদন মোহন বর্মন স্ট্রিটে অবস্থিত। জানা গিয়েছে, হোটেলের ভিতরে আবাসিকেরা তখনও অবস্থান করছিলেন।

দমকলের মোট ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায়। প্রচণ্ড ধোঁয়ার কারণে ভিতরে আটকে পড়েন একাধিক ব্যক্তি। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে যখন আতঙ্কিত হয়ে হোটেলের এক বাসিন্দা, আনন্দ পাসোয়ান (৪৫), উপর থেকে নিচে ঝাঁপ দেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এছাড়াও বেশ কয়েকজন বাসিন্দা আতঙ্কে কার্নিশে গিয়ে দাঁড়ান। দমকল কর্মীরা মই ব্যবহার করে তাঁদের মধ্যে দু’জনকে উদ্ধার করেন। আহত আরও কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এলাকাটি—যেখানে মেছুয়ার ফলপট্টি, সেন্ট্রাল অ্যাভিনিউ ও বিধান সরণি একত্রে মিশেছে—খুবই ঘিঞ্জি। পাশেই রয়েছে একাধিক দোকান ও ঘরবাড়ি, ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের পাতায়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version