দুর্গাপুজোর আগে আবারও ভোগান্তি দক্ষিণ কলকাতার মেট্রো যাত্রীরা। কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় আগেই অসুবিধা হচ্ছিল। এবার শহিদ ক্ষুদিরাম স্টেশনেও পরিষেবা কমানোর ঘোষণা করল মেট্রো রেলওয়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যস্ত সময়ে এখন থেকে ট্রেনের ব্যবধান থাকবে ৫ মিনিট, আর অন্য সময়ে হবে ৭ মিনিট। পাশাপাশি মহানায়ক উত্তম কুমার স্টেশনের শেড সারানো, শহিদ ক্ষুদিরামে রেক রিভার্সালের নতুন ব্যবস্থা এবং কবি সুভাষ স্টেশনের সংস্কারের দিকেও নজর দিচ্ছে মেট্রো রেলওয়ে।
তবে বৃহস্পতিবার দুপুরে যাত্রীদের ভোগান্তি আরও বাড়ল। কবি সুভাষের কাছে লাইনের পয়েন্টে সমস্যা হওয়ায় টানা প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে পরিষেবা। দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ ক্ষুদিরাম স্টেশন থেকে যাত্রী নামিয়ে রেক ঘোরানোর সময় এই বিপত্তি ঘটে। এর ফলে দুপুর ১টা ২০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত ট্রেন চলেনি।
হঠাৎ পরিষেবা ব্যাহত হওয়ায় অফিসযাত্রী ও সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েন। পুজোর আগে এই পরিস্থিতি যাত্রীদের অসুবিধা আরও বাড়িয়ে তুলছে বলে অভিযোগ।
আরও পড়ুন: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি