Home খবর কলকাতা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদার প্রয়াত

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদার প্রয়াত

0

খবর অনলাইন ডেস্ক: কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদার প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ঢাকুরিয়ার আমরি হাসপাতালে মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৭ জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তুষারবাবু। হাসপাতালে ভর্তি হওয়ার পরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তুষারবাবু হৃদরোগে আক্রান্ত হন। শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি।

১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তুষার তালুকদার। তাঁর আমলেই ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের বিরুদ্ধে গুলি চালানার অভিযোগ ওঠে। সেই ঘটনায় প্রাণ হারান ১৩ জন কংগ্রেস সমর্থক। অভিযানের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর ২১ জুলাইয়ের ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়। সেই কমিশনে হাজিরা দিয়ে তুষারবাবু জানিয়েছিলেন, কার নির্দেশে সে দিন গুলি চলেছিল, তা তাঁর মনে নেই। তিনি নিজে এমন কোনো নির্দেশ দেননি বলে জানান এই প্রাক্তন আইপিএস অফিসার।

তাঁর আমলে সেই ১৯৯৩ সালে বউবাজার বিস্ফোরণেরও ঘটনা ঘটে। সেই ঘটনায় এখনও সাজা কাটছেন মূল অভিযুক্ত রশিদ খান।

আরও পড়ুন

শাস্ত্রীয়সংগীতের জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান প্রয়াত

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version