Home খবর কলকাতা বাংলা শিখবেন রাজ্যপাল, সরস্বতী পুজোয় হাতেখড়ি, সাক্ষী থাকবেন মুখ্যমন্ত্রী

বাংলা শিখবেন রাজ্যপাল, সরস্বতী পুজোয় হাতেখড়ি, সাক্ষী থাকবেন মুখ্যমন্ত্রী

0

কলকাতা : দীর্ঘদিনের ইচ্ছে ছিল বাংলা শেখার। অবশেষে মিলতে চলেছে সেই সুযোগ। সরস্বতী পুজোর দিনই হাতেখড়ি রাজ্যপালের। আমন্ত্রণ পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের তরফে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্রও। চলতি মাসের ২৬ তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর দিনই হাতে খড়ি হবে তাঁর। রাজভবনের ইস্ট লনে বিকাল পাঁচটায় হবে রাজ্যপালের হাতে খড়ি।

বাংলার রাজ্যপালের আসনে বসার পর থেকেই একাধিকবার নিজের বঙ্গ প্রীতির কথাও বলতে শোনা গিয়েছে তাঁকে। এমনকী নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্রতি তাঁর ভালবাসার কথাও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন,’ আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখানো পথে চলতেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁর সব ছেলের নামের সঙ্গে বোস থাকবে। আমার ভাই-বোনরা সবার নামের সঙ্গে বোস রয়েছে। মোহন বোস, আনন্দ বোস, সুন্দর বোস, সুকুমার বোস, কমলা বোস, ইন্দিরা বোস।’

বুধবার রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা ‘এক্সাম ওয়ারিয়ার্স’ বইটি পড়ুয়াদের হাতে তুলে দেন রাজ্যপাল। এই বইটি একাধিক ভাষায় ছাপানো হয়েছে। আমাদের রাজ্যের পূর্বাদের জন্য বাংলা হিন্দি ইংরেজি এবং উর্দু ভাষায় এই বইটি সংস্করণ করা হয়েছে। এই অনুষ্ঠানেই বাংলা শেখার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন তিনি। তারপরেই রাজভবনের তরফে করা হোল সবরকম ব্যবস্থা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version