কলকাতায় ফের একই পরিবারের তিন জনের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। মঙ্গলবার কসবার হালতুর একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও তাঁদের আড়াই বছরের সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা মনে করলেও, নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সোমনাথ রায় (৪০), তাঁর স্ত্রী সুমিত্রা (৩৫) এবং তাঁদের ছোট ছেলে রুদ্রনীল (আড়াই বছর)। পেশায় অটোচালক সোমনাথ স্ত্রী ও সন্তানের সঙ্গে ওই বাড়িতেই থাকতেন। মঙ্গলবার সকালে তাঁদের ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
তদন্তে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যদিও নোটে কী লেখা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের অনুমান, আর্থিক সঙ্কটের কারণে সোমনাথ এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরিবারের অন্যদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিবাদও মৃত্যুর কারণ হতে পারে বলে মনে করছে তদন্তকারীরা।
এই ঘটনা ট্যাংরাকাণ্ডের স্মৃতি ফিরিয়ে এনেছে। মাত্র কয়েকদিন আগেই, ১৯ ফেব্রুয়ারি ট্যাংরার একটি বাড়ি থেকে একই পরিবারের তিন জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরে জানা যায়, পারিবারিক বিবাদের জেরে ওই পরিবারের সদস্য প্রসূন দে তাঁর দুই বোন ও এক কিশোরীকে খুন করেন।
একই মাসে কলকাতায় একই পরিবারের তিন জনের মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে। আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ।