Home খবর কলকাতা জমজমাট রবিবাসরীয় বইমেলা, স্টলে-স্টলে লম্বা লাইন বইপ্রেমীদের

জমজমাট রবিবাসরীয় বইমেলা, স্টলে-স্টলে লম্বা লাইন বইপ্রেমীদের

0
বইমেলার শেষ রবিবার, ভিড় দেখে হতবাক অনেকে। ছবি: রাজীব বসু

কলকাতা: ১৮ জানুয়ারি শুরু হয়েছিল ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে এই মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। তার আগে শেষ রবিবারে জমজমাট বইমেলা চত্বর।

book fair 6

প্রসঙ্গত, বইমেলার জন্য অতিরিক্ত বাস পরিষেবা চালুর পাশাপাশি চলছে অতিরিক্ত মেট্রো। ফলে যাতায়াত এখন অনেকটাই সহজ। ছবি: রাজীব বসু

বইমেলায় কেউ এসেছেন বন্ধু-বান্ধবদের সঙ্গে, কেউ এসেছেন পরিবারের সঙ্গে আবার কেউ এসেছেন একা। সকলেই এদিন আন্তর্জাতিক বইমেলা উপভোগ করছেন। ছবি: রাজীব বসু

উল্লেখযোগ্য ভাবে নজরে পড়ছে কমবয়সিদের আগমন। বিশেষজ্ঞরা যেখানে বলছেন, মোবাইল ছেড়ে বইয়ে মন দিতে, বইমেলায় যেন স কথারই প্রতিফলন! ছবি: রাজীব বসু

এ বছর স্টলের সংখ্যা বাড়িয়েছেন বইমেলা কর্তৃপক্ষ। শুধু বই নয়, রয়েছে খাওয়াদাওয়া, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। ছবি: রাজীব বসু

শীর্ষস্থানীয় প্রায় সব প্রকাশনী সংস্থা বইয়ের পসরা নিয়ে বসেছে বইমেলায়। সঙ্গে রয়েছেন ছোটো এবং নতুন প্রকাশকরাও। ক্রেতা সমাগম মোটের উপর মন্দ নয়। ছবি: রাজীব বসু

ভিড় থেকে বই বিক্রির নিরিখে আগের রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে এ বারও। ছবি: রাজীব বসু

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version