Home খবর কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, বলছে এনসিআরবি রিপোর্ট  

দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, বলছে এনসিআরবি রিপোর্ট  

0

খবর অনলাইন ডেস্ক: আবার দেশের সবচেয়ে নিরাপদ শহর হওয়ার সম্মান জুটল কলকাতার। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। প্রতি লক্ষ জনসংখ্যায় কত বিচারযোগ্য অপরাধ সংঘটিত হয়, তার ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়। পর পর তিন বছর কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর হল।  

এনসিআরবি রিপোর্ট অনুসারে, ২০২২ সালে কলকাতা শহরে প্রতি লক্ষ জনসংখ্যায় বিচারযোগ্য অপরাধের সংখ্যা হল ৮৬.৫। এর পরেই রয়েছে পুনে (অপরাধের সংখ্যা ২৮০.৭) এবং হায়দরাবাদ (অপরাধের সংখ্যা ২৯৯.২)।  

যে সব অপরাধ ভারতীয় দণ্ডবিধি (আইপিসি, ইন্ডিয়ান পেন্যাল কোড) এবং বিশেষ ও স্থানীয় আইনের (এসএলএল, স্পেশ্যাল অ্যান্ড লোক্যাল ল’স) বিভিন্ন ধারায় নথিভুক্ত হয়, সেগুলিই বিচারযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয়।

এনসিআরবি রিপোর্টের হিসাব, ২০২১-এ কলকাতা শহরে বিচারযোগ্য অপরাধের সংখ্যা ছিল প্রতি লক্ষ জনসংখ্যায় ১০৩.৪। ২০২২-এ সেটি কমে হয়েছে ৮৬.৫। ২০২০ সালে এই সংখ্যা ছিল ১২৯.৫।

২০ লক্ষেরও বেশি জনসংখ্যা রয়েছে দেশের এমন ১৯টি শহরের বিচারযোগ্য অপরাধের সংখ্যা তুলনা করে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে।

বিভিন্ন অপরাধের নিরিখে কলকাতা  

মেয়েদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা অবশ্য কলকাতায় বেড়েছে। ২০২১-এ যে সংখ্যা ছিল ১৭৮৩, ২০২২-এ তা বেড়ে হয়েছে ১৮৯০। মেয়েদের বিরুদ্ধে অপরাধের হার কলকাতায় প্রতি লক্ষ জনসংখ্যায় ২৭.১। এই ক্ষেত্রে কলকাতা রয়েছে তৃতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে কোয়েম্বত্তুর (১২.৯) এবং দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই (১৭.১)।

হিংসাত্মক অপরাধের সংখ্যা এ বার আরও কমেছে পূর্ব ভারতের এই মহানগরীতে। ২০২১-এ কলকাতায় খুনের ঘটনা ঘটেছিল ৪৫টি। ২০২২-এ তা কমে দাঁড়ায় ৩৪। এনসিআরবি রিপোর্ট অনুসারে, কলকাতায় ২০২২-এ ধর্ষণের ১১টি ঘটনা ঘটেছিল। ২০২১-এও সংখ্যাটি একই ছিল।

দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার তথ্যসমূহের ভিত্তিতে এনসিআরবি এই রিপোর্ট তৈরি করে।  

আরও পড়ুন

‘সিআইডি’-এর ‘ফ্রেডরিক্‌স’ দীনেশ ফড়নিস মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version