মুখপাত্রের পদ আগেই গিয়েছিল। বুধবার গিয়েছিল সাধারণ সম্পাদকের পদ। এবার দলের তারকা প্রচার তালিকা থেকে বাদ দেওয়া হল কুণাল ঘোষকে। বৃহস্পতিবার যে পঞ্চমদফার তারকা প্রচার তালিকা প্রকাশ করে তৃণমূল তাতে নাম নেই তাঁর।
বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের। যদিও এর আগের তালিকায় তাঁর নাম ছিল।
তবে এবারও কুণাল জানিয়েছেন তিনি এ সব নিয়ে মাথা ঘামাতে নারাজ। তাঁর কথায়,’শুভেন্দুকে চোর বলতে যাঁদের পাঁচবার ভাবতে হয় তাঁরা তারকা হলে ভালো। আমার কোন আফশোস নেই। ভালোই হয়েছে গরমে ঘোরাঘুরি থেকে বেঁচে গিয়েছি।’
আরও পড়ুন। ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, ২৪-এর ফল প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ
অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল
পদ হারানোর পর এদিন কুণালের সঙ্গে দেখা করতে আসেনতাঁর উত্তর কলকাতার অনুগামীরা। এই সময় অনুগামীদের পাশে পেয়ে কেঁদে ফেলেন তিনি। আবেগতাড়িত কুণাল বলেন, ‘পদে নয়, পথে আছি। কোনও পদ দিয়ে কুণাল ঘোষকে আটকে রাখা যায়নি। পদে না থাকলেও ত়ৃণমূল কর্মীদের পাশে সব সময় আছি এবং থাকব।’
পাশে শান্তনু সেন
সামগ্রিক পরিস্থিতিতে কুণালের পাশে দাঁড়িয়েছেন শান্তনু সেন। তিনি বলেন, ”দল বিড়ম্বনায় পড়লে আমরা বিরোধীদের আক্রমণ করেছি। দাঁত, নখ বের করে বিরোধীদের আক্রমণ করেছি। দলকে কুণালের অবদান ভুলে গেলে চলবে না।একটা মানুষের এক দুদিনের মন্তব্যের জন্য তাঁর অতীতের যে দলের প্রতি যে অবদান সেটা কিন্তু হঠাৎ শূন্য হয়ে যায় না।”