গরমে হাঁসফাঁস করা কলকাতাবাসীর জন্য এল স্বস্তির বার্তা। বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সাময়িকভাবে হলেও এই বৃষ্টি অনেকটাই কমিয়েছে তাপমাত্রার দাপট।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণবঙ্গের সতর্কতা
- বৃহস্পতিবারই কালবৈশাখীর মতো পরিস্থিতি দেখা যেতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়া জেলায়।
- শুক্রবার পূর্ব বর্ধমান, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।
- কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায়।
উত্তরবঙ্গের পরিস্থিতি
- জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
- মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ৬০ কিমি গতির দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।
- শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরের জলীয়বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার মিলিত প্রভাবে এই ধরনের আবহাওয়া তৈরি হচ্ছে। পরবর্তী কয়েক দিন রাজ্যজুড়ে এমন আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।