প্রায় একমাস বন্ধ থাকবে মা উড়ালপুলরাতের কলকাতা যাত্রীদের জন্য বড় আপডেট। রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় একমাস বন্ধ রাখা হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ মা উড়ালপুলের একটি অংশ। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত প্রত্যেকদিন রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত মা উড়ালপুলের সায়েন্স সিটি থেকে পিটিএস-মুখী অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
রাতের সময়ে উড়ালপুলে না উঠে ওইমুখী গাড়িগুলোকে বিকল্প রুট হিসেবে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজ হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। নির্দিষ্ট রুট হিসেবে থাকবে— ইএম বাইপাস, পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভার।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতেও একই কারণে মা উড়ালপুলে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেই সময় বাইক চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল রাত ১০টার পর থেকে। তবে একের পর এক দুর্ঘটনার প্রেক্ষিতে নেওয়া সেই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির মুখে পরে প্রত্যাহার করে নেয় কলকাতা ট্রাফিক পুলিশ।
এই মুহূর্তে ফের রক্ষণাবেক্ষণের কাজের জন্য উড়ালপুল আংশিক বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের। নাগরিকদের বিকল্প রুট ব্যবহারে আগাম সতর্কতা ও পরিকল্পনা গ্রহণের অনুরোধ করেছে ট্রাফিক পুলিশ।, রাতের রক্ষণাবেক্ষণে বড় সিদ্ধান্ত প্রশাসনের
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us