Home খবর কলকাতা ভাঙড়ে অশান্তির জের, আইএসএফের বিক্ষোভে রণক্ষেত্র ধর্মতলা

ভাঙড়ে অশান্তির জের, আইএসএফের বিক্ষোভে রণক্ষেত্র ধর্মতলা

0
রণক্ষেত্রে ধর্মতলা। ছবি: রাজীব বসু

কলকাতা: শনিবার বিকেলে পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হয়ে উঠল ধর্মতলা চত্বর। ভাঙড়ে তৃণমূলের সঙ্গে আইএসএফ কর্মীদের সংঘর্ষের জের এসে পড়ল কলকাতায়। পুলিশ-আইএসএফ কর্মীদের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি রাজপথে।

ভাঙড়ের অশান্তির জেরে আরাবুল ইসলামের গ্রেফতারির দাবিতে ধর্মতলায় অবরোধ করে আইএসএফ। অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। ছবি: রাজীব বসু

পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে যেতেই পরিস্থিতি বদলে যায়। বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস চালায় পুলিশকে। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ছবি: রাজীব বসু

ডোরিনা ক্রেসিংয়ের একদিকে পুলিশ। অন্যদিকে আইএসএফ সমর্থকরা। কয়েকজন আহত সমর্থকদের রাস্তায় পড়ে থাকতেও দেখা যায়। ধোঁয়ায় ভরে যায় এলাকা। ছবি: রাজীব বসু

পাল্টা পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, জুতো। পুলিশের দাবি, আইএসএফ কর্মীরা বাঁশ, লাঠি নিয়ে পুলিশকে আক্রমণ করে। ছবি: রাজীব বসু

দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিস্থিতি আয়ত্তে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। ব্যাপক ভাঙচুর চালানো হয় গাড়িতে। আহত হন আইএসএফ কর্মী এবং একাধিক পুলিশ আধিকারিক। ছবি: রাজীব বসু

আইএসএফ নেতা ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে টেনে-হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। তাঁকে আটক করা হয়। ছবি: রাজীব বসু

ভাঙচুর পুলিশের গাড়ি এবং পুলিশ কিয়স্কেও। ছবি: রাজীব বসু

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version