কলকাতা পুরসভার রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আরও সক্রিয় ভূমিকা নিতে নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে সরাসরি ফোনে ওঠা এক অভিযোগের প্রেক্ষিতে তিনি পুরসভার সম্পত্তি কর বিভাগের আধিকারিকদের কড়া ভাষায় বলেন, “কেউ কর দিতে প্রস্তুত, অথচ আমাদের অফিসারেরা খোঁজও নিচ্ছেন না! এমন উদাসীনতা চলতে পারে না।”
বেহালার শকুন্তলা পার্ক এলাকা থেকে ফোনে অভিযোগ ওঠে—একটি আবাসনের কোনও ফ্ল্যাটেই এখনও মিউটেশন হয়নি। পুরসভার কর্মীরা শুধু জায়গাটি দেখে চলে গিয়েছেন, তারপর আর কোনও পদক্ষেপ হয়নি। সেই ঘটনার পরই মেয়র স্পষ্টভাবে বলেন, প্রতিটি ওয়ার্ড ধরে ধরে চিহ্নিত করতে হবে কোন কোন সম্পত্তি এখনও করের আওতার বাইরে রয়েছে।
তিনি নির্দেশ দেন, সমস্ত আন-অ্যাসেস সম্পত্তির মূল্যায়ন দ্রুত করতে হবে এবং সঙ্গে সঙ্গে মিউটেশনও সম্পন্ন করতে হবে। এই কাজে গতি আনতে আরও বেশি করে শিবিরের আয়োজন করার কথাও বলেন তিনি।
মেয়রের মতে, “শহরের সংযুক্ত এলাকাগুলিতে বহু সম্পত্তি রয়েছে যা এখনও করের আওতায় আসেনি। যদি সবক’টি সম্পত্তিকে করের আওতায় আনা যায়, তাহলে অন্তত ২৫-৩০ শতাংশ রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।”
ফিরহাদ হাকিম বিল্ডিং বিভাগের সঙ্গেও সমন্বয়ের উপর জোর দেন। নতুন ফ্ল্যাট বা আবাসনের ক্ষেত্রে নির্মাণকাজ শেষ হওয়ার পরই যেন দ্রুত মিউটেশন হয়ে যায়, তা নিশ্চিত করতে বলেন।
তিনি আরও জানান, পুরসভার আয় আগের তুলনায় বেড়েছে। তবে যেখানে ফাঁক থেকে যাচ্ছে, সেগুলি চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। অ্যাসেসমেন্ট ও মিউটেশনের প্রক্রিয়া আরও গতিশীল করার ওপরই এবার জোর পুরসভার।