Home খবর রাজ্য কনভেন্ট রোডে রাজ্য সরকারের উদ্যোগে নতুন স্নায়ু হাসপাতাল, বরাদ্দ ৫৯ কোটি টাকা

কনভেন্ট রোডে রাজ্য সরকারের উদ্যোগে নতুন স্নায়ু হাসপাতাল, বরাদ্দ ৫৯ কোটি টাকা

রাজ্যবাসীর জন্য সুখবর। এবার কলকাতার কনভেন্ট রোডে গড়ে উঠছে সম্পূর্ণ স্নায়ু চিকিৎসার জন্য এক আধুনিক হাসপাতাল ও গবেষণাকেন্দ্র। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রায় ৫৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই অত্যাধুনিক কেন্দ্রটি।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই অর্থদপ্তর এই প্রকল্পের জন্য ৫৯ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রথম দফায় বরাদ্দ হয়েছে ৭ কোটি টাকা। হাসপাতালের প্রাথমিক নকশা চূড়ান্ত করেছে পূর্ত দপ্তর। আপাতত সাততলা এই হাসপাতালে ২৪x৭ স্নায়ুর সূক্ষ্ম অস্ত্রোপচার, নিউরো সার্জারি ও নিউরো মেডিসিনে পোস্ট-ডক্টরাল কোর্সের ব্যবস্থাও থাকবে।

হাসপাতালটি কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজ থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত একটি অধিগৃহীত জমিতে তৈরি হবে। বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সেখানে থাকবে দুটি পৃথক সাব-স্টেশন। প্রশাসনিক অনুমোদনের জন্য ইতিমধ্যেই কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, “রাজ্যে বেসরকারি নিউরো চিকিৎসার বহু কেন্দ্র থাকলেও সরকারি ব্যবস্থায় এই ধরনের পূর্ণাঙ্গ নিউরো হাসপাতাল আগে ছিল না। এই হাসপাতাল তৈরি হলে সাধারণ মানুষের আর মোটা টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে যেতে হবে না।”

প্রস্তাবিত হাসপাতাল ও গবেষণাকেন্দ্রে থাকবে সেরিব্রাল স্ট্রোকের চিকিৎসা ও তার পরবর্তী ফলো-আপের জন্য পৃথক বিভাগ। পাশাপাশি থাকবে জটিল স্নায়ুর রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ।

স্বাস্থ্য ভবনের মতে, বর্তমানে এসএসকেএমের বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে প্রবল চাপ থাকায় অনেক রোগীকে চিকিৎসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নতুন এই হাসপাতাল চালু হলে রাজ্যের নিউরো চিকিৎসা ব্যবস্থায় এক বড় পরিবর্তন আসবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ।

তবে এখনো প্রস্তাবিত হাসপাতালের শয্যা সংখ্যা নির্ধারিত হয়নি। গোটা প্রকল্পের অগ্রগতি নির্ভর করছে পূর্ত দপ্তরের কাজের গতির উপর। আশা করা হচ্ছে, ২০২৬ সালের এপ্রিলের মধ্যেই পুরোপুরি কাজ শুরু হবে এবং রাজ্যবাসীর জন্য চালু হবে এই বহু প্রতীক্ষিত হাসপাতাল।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version