Home খবর কলকাতা দৃষ্টিহীন কিশোর-কিশোরীদের নিয়ে ‘শারদীয়া’র ‘ফুলদোল’: রাজীব বসুর ক্যামেরায়

দৃষ্টিহীন কিশোর-কিশোরীদের নিয়ে ‘শারদীয়া’র ‘ফুলদোল’: রাজীব বসুর ক্যামেরায়

0

আজকাল আমরা দোল বলতেই বুঝি আবির কিংবা কেমিক্যাল রঙের ছড়াছড়ি। কিন্তু বসন্ত উৎসব তো শুধু বাহ্যিক রঙের উৎসব নয়, মনটাকে নতুন করে রাঙিয়ে নেওয়াতেই এর সার্থকতা। তাই বিগত বছরগুলোর মতো এ বারেও প্রকৃতির শ্রেষ্ঠ উপহার ফুল দিয়ে ‘ফুলদোল’ আয়োজন করেছিল ‘শারদীয়া’।

এই আয়োজন তাদেরই নিয়ে, যারা রং দেখতে বা রং চিনতে অপারগ। সেই সব দৃষ্টিহীন কিশোর-কিশোরীদের জীবনে একটু খুশির হিল্লোল তুলতে শনিবার বিকেলে রাসবিহারী সিইএসসি-এর পাশে ‘লাইটহাউস ফর দ্য ব্লাইন্ড স্কুল’-এর ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল প্রাঙ্গণে ‘ফুলদোল’-এর আয়োজন করেছিল সমাজসেবী সংগঠন ‘শারদীয়া’। সেই উৎসবের কিছু ছবি রাজীব বসুর ক্যামেরায়।  

আরও পড়ুন:

প্রাকৃতিক সম্পদকে চাষের কাজে ব্যবহার, প্রশিক্ষণ শিবির নিমপীঠে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version