Home খবর কলকাতা বড়দিনে শহরের একাধিক রাস্তা বন্ধ, যান নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা পুলিশের

বড়দিনে শহরের একাধিক রাস্তা বন্ধ, যান নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা পুলিশের

0

কলকাতা: বড়দিনের উৎসবকে ঘিরে শহরে যান চলাচলে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত এবং বুধবার বিকেল ৪টে থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। ভিড় নিয়ন্ত্রণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পার্ক স্ট্রিট-সহ শহরের দ্রষ্টব্য স্থানগুলিতে কড়া নজরদারি চালাবে পুলিশ।

যেসব রাস্তায় যান চলাচল বন্ধ

বুধবার বড়দিনে চৌরঙ্গী রোড, উডস্ট্রিট, পার্ক স্ট্রিট এবং মিডলটন স্ট্রিট পুরোপুরি বন্ধ থাকবে। রাসেল স্ট্রিটে নো এন্ট্রি থাকবে। শেক্সপিয়ার সরণি ক্রসিং থেকে লিটল রাসেল স্ট্রিট পর্যন্ত পথ বন্ধ রাখা হবে।

যানবাহনের বিকল্প রুট

  • মেয়ো রোড ও চৌরঙ্গী রোড থেকে আসা যানবাহন কিদওয়াই স্ট্রিট হয়ে ফ্রি স্কুল স্ট্রিট, রয়েড স্ট্রিট, ও রফি আহমেদ কিদওয়াই রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
  • দক্ষিণমুখী যানবাহন পার্ক স্ট্রিট ফ্লাইওভার, ময়ো রোড, ডাফরিন রোড, ও খিদিরপুর রোডের অন্যান্য রুটে ঘোরানো হবে।
  • ক্যামাক স্ট্রিটে হো চি মিন সরণি থেকে শর্ট স্ট্রিট পর্যন্ত দ্বিমুখী যান চলাচলের অনুমতি থাকবে।
  • প্রয়োজনে দক্ষিণমুখী যানবাহন ক্যাথেড্রাল রোড এক্সটেনশন ও কুইন্সওয়ের মাধ্যমে যাতায়াত করতে পারবে।

বিশেষ নির্দেশিকা

ট্রাফিক কন্ট্রোল রুমের অনুমতি ছাড়া শেক্সপিয়ার সরণি, ক্যামাক স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট এবং লর্ড সিনহা রোডে কোনও দ্বিমুখী যান চলাচল হবে না।

সেজে উঠেছে সেন্ট পলস। ছবি: রাজীব বসু

বড়দিনের ভিড় সামাল দিতে ডিসি পদমর্যাদার দুই আধিকারিক-সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে পার্ক স্ট্রিট এলাকায়। উৎসব উদযাপনে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে সতর্ক প্রশাসন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version