কলকাতায় রাতে বাসের সংকট কাটতে চলেছে। নিত্যযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিবহণ নিগম নতুন ‘লেট নাইট’ বাস পরিষেবা চালু করেছে। শহরের গুরুত্বপূর্ণ ২০টি রুটে রাত পৌনে ১১টায় শেষ বাস ছাড়বে, ফলে রাস্তায় বাস চলবে রাত ১২টা, সাড়ে ১২টা পর্যন্ত।
কোন রুটে মিলবে এই বিশেষ বাস পরিষেবা?
নতুন এই বাস পরিষেবা মিলবে এসি ও নন-এসি উভয় ধরনের বাসে। গুরুত্বপূর্ণ যে রুটগুলিতে বাস চলবে, সেগুলি হলো—
🚌 এসি রুট: AC 24A, AC 5, AC 50A, AC 12D, AC 39, AC 37, AC 47, AC 54
🚌 নন-এসি রুট: EB 14, E1, S24, S7, S3A, S30, S12D, S12, S10A, S31, E32, S22
এই বাস পরিষেবা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে এবং ধর্মতলা, এক্সাইড, রাসবিহারি, টালিগঞ্জ, কামালগাজি, রুবি, উল্টোডাঙা, ডানলপ, শ্যামবাজার, গিরীশ পার্ক, ঠাকুরপুকুর, বেহালা, তারাতলা, পার্ক সার্কাস, পিটিএস, খিদিরপুর, সায়েন্স সিটি-সহ গুরুত্বপূর্ণ স্টপেজ কভার করবে।
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরই বাড়ল বাসের সংখ্যা
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-কে বাসের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই শহরের রাস্তায় সরকারি বাসের সংখ্যা অনেকটাই বেড়েছে বলে জানাচ্ছেন যাত্রীরা।
নতুন ৬টি ভলভো বাস আসছে, রক্ষণাবেক্ষণে জোর
রাতের যাত্রীদের সুবিধার জন্য ৬টি নতুন ভলভো বাস কেনা হচ্ছে, যার প্রতিটির মূল্য প্রায় ১.২৫ কোটি টাকা। রাজ্যের পরিবহণ দফতরের হাতে বর্তমানে ৭০টি ভলভো বাস রয়েছে, তবে অনেকগুলির রক্ষণাবেক্ষণ কাজ চলছে। সেগুলিকে দ্রুত রাস্তায় নামানো হবে বলে পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে।
রাতে আর শুধু ক্যাবের ভরসা নয়!
কলকাতা মেট্রো রাত ১০টা ৪০ মিনিটে শেষ ট্রেন ছাড়ে, এবার শেষ সরকারি বাস রাত ১০টা ৪৫ মিনিটে ডিপো থেকে বের হবে। ফলে শহরের বাসিন্দারা রাত ১১টা, সাড়ে ১১টা নাগাদও বাস ধরে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। এতে যাত্রীদের আর অতিরিক্ত টাকা খরচ করে ক্যাব বা বাইক ট্যাক্সি বুক করতে হবে না।
পরিবহণ দফতরের আশা, এই নতুন ‘লেট নাইট’ পরিষেবার মাধ্যমে রাতের শহরে নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহণ আরও সুসংহত হবে।