Home খবর কলকাতা রবিবারও ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু: চলছে কেব্‌ল পরিবর্তন ও বড়সড় সংস্কারকাজ,...

রবিবারও ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু: চলছে কেব্‌ল পরিবর্তন ও বড়সড় সংস্কারকাজ, কবে শেষ হবে?

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। প্রথম পর্যায়ে ১৯টি কেব্‌ল বদলানোর কাজ চলছে। ইতিমধ্যেই ১৬টি হোল্ডিং কেব্‌ল মেরামত হয়েছে। পুলিশ জানিয়েছে বিকল্প রুট।

রবিবারও মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৬ ঘণ্টা ধরে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। আগেই বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছিল কলকাতা পুলিশ। গত অগস্ট মাস থেকে প্রায় প্রতি সপ্তাহান্তেই সেতুটি আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হচ্ছে।

সপ্তাহের পাঁচ কার্যদিবস—সোম থেকে শুক্রবার—সেতুতে গাড়ির চাপ অত্যন্ত বেশি। দিনে অন্তত এক লক্ষেরও বেশি গাড়ি যাতায়াত করে এই সেতু দিয়ে। তাই যানবাহনের চাপ কম থাকে এমন সপ্তাহান্তকে বেছে নেওয়া হয়েছে সেতুর সংস্কারকাজের জন্য। কোনও সপ্তাহে শুধুমাত্র রবিবার দিনের বেশ কয়েক ঘণ্টা, আবার কোনও সপ্তাহে শনিবার–রবিবার মিলিয়ে ১৬–১৭ ঘণ্টা ধরে সেতু বন্ধ রাখা হচ্ছে। সেই অনুযায়ী কলকাতা ও হাওড়া পুলিশ বিকল্প রুটও নির্ধারণ করেছে।

১৫২টি কেব্‌লে দাঁড়িয়ে সেতু, প্রথম পর্যায়ে বদলাবে ১৯টি কেব্‌ল

প্রশাসনিক সূত্রের খবর, বিদ্যাসাগর সেতুকে ধরে রেখেছে মোট ১৫২টি কেব্‌ল। প্রথম পর্যায়ে ১৯টি কেব্‌ল বদলানোর পরিকল্পনা হয়েছে এবং সেইমতো কাজ চলছে। প্রতিটি কেব্‌ল বদলাতে প্রায় এক মাস সময় লাগে।

লক্ষ্য রাখা হয়েছে, আগামী ২০২৬ সালের ৩১ মে-র মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করা হবে। প্রয়োজনে সময়সীমা আরও বাড়ানো হতে পারে। কেব্‌ল বদলানোর প্রথম ধাপে ব্যয় হবে ২৫০ কোটি টাকা

বিদেশে অনুরূপ সেতু ভেঙে পড়ার পর সতর্কতা বেড়েছে

প্রশাসনিক সূত্র বলছে, সম্প্রতি বিদেশে বিদ্যাসাগর সেতুর মতো একটি সেতু ভেঙে পড়ার পর থেকেই সতর্কতা বাড়ায় কর্তৃপক্ষ। সেতুর বয়সও ইতিমধ্যে ২৫ বছরের বেশি হয়ে গিয়েছে। ফলে কেব্‌ল পরীক্ষা এবং মেরামতির কাজ দ্রুতগতিতে শুরু হয়।

 সেতুটির নির্মাতা জার্মান সংস্থা ২০১৩ সালেও পরিদর্শন করেছিল। বর্তমান সংস্কারের সময় তাদের পুরনো রিপোর্টকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে কাজ

এখন কলকাতা এবং ফ্রান্সের দুটি সংস্থা যৌথভাবে সংস্কারের কাজ করছে। ফরাসি সংস্থার সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও স্পেনের বিশেষজ্ঞেরা যুক্ত আছেন। বিদেশ থেকে আনা হয়েছে বিশেষ যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৬টি হোল্ডিং কেব্‌ল মেরামত করা হয়েছে। খরচ হয়েছে প্রায় ৯০ কোটি টাকা

কলকাতা পুলিশের নির্ধারিত বিকল্প রুট

লালবাজার জানিয়েছে—

১। জিরাট আইল্যান্ড ⇒ AJC Bose Road দিক থেকে

  • আসা গাড়িগুলোকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিংয়ে ঘুরানো হবে।
  • সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে যেতে পারবে হাওড়া ব্রিজে।
  • হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোডেও যেতে পারবেন চালকরা।

২। JN Island ⇒ KP Road দিক থেকে

  • গাড়িগুলোকে ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে।

৩। CGR Road ⇒ খিদিরপুর দিক থেকে

  • হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলোকে।

৪। KP Road এর গাড়ি

  • ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
  • সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যাওয়া যাবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক স্বীকৃতি! আইইউসিএন-এর ‘গুড’ রেটিং পেল সিকিমের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version