কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্টল চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েও স্বস্তি পেল না বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার এই সংক্রান্ত মামলার আবেদন খারিজ করে দেন।
আগামী ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বইমেলার উদ্বোধন করবেন। এবারের মেলায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু ও ইরান-সহ একাধিক দেশ অংশ নিলেও বাংলাদেশ থাকছে না। বিশ্ব হিন্দু পরিষদ ৬০০ বর্গফুটের স্টলের জন্য আবেদন করলেও পাবলিশার্স অ্যান্ড গিল্ড তা নাকচ করে দেয়। গিল্ডের যুক্তি, সংগঠনটির বই বিতর্কিত ও স্পর্শকাতর এবং বইমেলায় কোনো বিতর্ক চাইছে না তারা।
এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিশ্ব হিন্দু পরিষদ কলকাতা হাইকোর্টে মামলা করে। আদালত গিল্ডকে ১০ জানুয়ারির মধ্যে ই-মেলে মতামত জানাতে বলে, তবে গিল্ড কোনও প্রতিক্রিয়া জানায়নি।
শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা গিল্ডকে প্রশ্ন করেন, “বিশ্ব হিন্দু পরিষদের নিজস্ব পাবলিকেশন রয়েছে, এত বছর ধরে তাদের অনুমতি দিয়েছেন, তখন কি মনে হয়নি বইগুলি স্পর্শকাতর?” তবে গিল্ডের পক্ষ থেকে আদালতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, ফলে মামলাটি খারিজ হয়ে যায়।
এই রায়ের ফলে বিশ্ব হিন্দু পরিষদের বইমেলায় স্টল পাওয়া অনিশ্চিত রয়ে গেল। তবে গিল্ডের কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি।