Home খবর কলকাতা এ বার ‘যাত্রীসাথী’ অ্যাপে সরকারি বাসের টিকিট, এলইডি ডিসপ্লে বসছে কলকাতার বাস...

এ বার ‘যাত্রীসাথী’ অ্যাপে সরকারি বাসের টিকিট, এলইডি ডিসপ্লে বসছে কলকাতার বাস স্টপে

এ বার ‘যাত্রীসাথী’ অ্যাপে সরকারি বাসের টিকিট
এ বার ‘যাত্রীসাথী’ অ্যাপে সরকারি বাসের টিকিট

এবার থেকে বাসে ওঠার আগেই সরকারি বাসের টিকিট কাটা যাবে। ‘যাত্রীসাথী’ অ্যাপের মাধ্যমে এই টিকিট কাটা যাবে, এমনটাই জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুক্রবার ময়দান তাঁবু থেকে এই নতুন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। শুধুমাত্র বাসের টিকিটই নয়, জলপথ পরিবহনের ফেরি সার্ভিসের টিকিটও একই অ্যাপের মাধ্যমে কাটা যাবে।

পরিবহনমন্ত্রী জানান, আগের তুলনায় ‘যাত্রীসাথী’ অ্যাপ আরও উন্নত হয়েছে। এই অ্যাপের মাধ্যমে বর্তমানে অনেক মানুষ ট্যাক্সি বা অন্যান্য গাড়িও বুক করছেন। প্রথম ধাপে পাইলট প্রজেক্ট হিসাবে ১২টি সরকারি বাসে এই পরিষেবা চালু হচ্ছে। এর মধ্যে রয়েছে AC-39, AC-50A, AC-37A, V-1, S-10, S-23A, AC-2, AC-43, AC-40, AC-23A, EB-12, এবং S-66। অ্যাপ থেকে টিকিট কাটার পর মোবাইলে একটি কিউআর কোড আসবে, যা বাসে উঠে কন্ডাক্টরকে দেখালে তিনি মেশিনের মাধ্যমে টিকিট প্রিন্ট করে দেবেন।

বাস স্টপেজে এলইডি ডিসপ্লে

পরিবহনমন্ত্রী আরও জানান, নিউটাউনের মডেলে এবার কলকাতার বাস স্টপগুলিতেও এলইডি ডিসপ্লে বোর্ড বসানো হবে। এই বোর্ডে কোন বাস কতক্ষণ পরে আসবে, কোথায় রয়েছে, সে সমস্ত তথ্য দেখানো হবে। আগামী তিন মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

বর্তমানে প্রতিটি বাসে ভিএলটিডি বা জিপিএস সিস্টেম রয়েছে, যা সরাসরি এই ডিসপ্লে বোর্ডের সঙ্গে যুক্ত থাকবে। পাশাপাশি, ‘যাত্রীসাথী’ অ্যাপেও বাসের লাইভ লোকেশন ট্র্যাক করার সুবিধা মিলবে। প্রথমে সরকারি বাসে এই পরিষেবা চালু হলেও, ভবিষ্যতে বেসরকারি বাসগুলিকেও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

যাত্রী হয়রানি বন্ধে উদ্যোগ

এদিন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বাস যাত্রীদের সমস্যার কথাও স্বীকার করেন। তিনি জানান, অনেক সময় সরকারি বাস স্টপেজে না দাঁড়িয়ে চলে যায়। এই অভিযোগ মেনে নিয়ে তিনি জানান, শীঘ্রই এই বিষয়ে সরকারি বাস চালকদের সঙ্গে বৈঠক করবেন।

সব খবর পড়ুন এখানে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version