মাওবাদীদের বিস্ফোরণে আট জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায়। সোমবার (৬ জানুয়ারি, ২০২৫) বেদরে-কুতরু রোডে সিআরপিএফ জওয়ানদের একটি গাড়ি লক্ষ্য করে এই ভয়াবহ আইইডি বিস্ফোরণ ঘটানো হয়।
নিরাপত্তা কর্মীরা গাড়িতে করে যাচ্ছিলেন, তখনই মাওবাদীরা আইইডি ব্যবহার করে গাড়িটিকে উড়িয়ে দেয়। এই ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্য ভারতের এই অঞ্চলে মাওবাদীদের সক্রিয়তা দীর্ঘদিন ধরেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই হামলার পর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ছত্তীসগঢ় সরকারের তরফ থেকে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিহত পুলিশ কর্মীদের পরিবারের প্রতি শোকবার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
আপডেট পড়ুন এখানে: ছত্তীসগড়ে ভয়াবহ হামলা মাওবাদীদের, ‘২০২৬ সালের মার্চের মধ্যে সমস্যা নির্মূল করা’র হুঁশিয়ারি অমিত শাহের
