সোমবার ছত্তীসগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দেয় নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)। ওই ভয়াবহ হামলায় জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর আট জন জওয়ান ও একজন ড্রাইভার নিহত হয়েছেন। এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে মাওবাদী সমস্যা নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন।
সোশ্যাল মিডিয়া পোস্টে অমিত শাহ লিখেছেন, “বিজাপুরে ডিআরজি জওয়ানদের আইইডি বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় গভীর শোকাহত। সাহসী জওয়ানদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। এই ত্যাগ কখনোই বৃথা যাবে না। ২০২৬ সালের মার্চের মধ্যে ভারত থেকে মাওবাদী সমস্যা নির্মূল করা হবে।”
সোমবার বিকেলে বিজাপুর জেলার কুতরু থানার অন্তর্গত আমবেলি গ্রামের কাছে এই হামলা ঘটে। ডিআরজি জওয়ানরা তিন দিনের একটি মাওবাদী-বিরোধী অভিযানের পর তাঁদের ঘাঁটিতে ফিরছিলেন। এই সময় মাওবাদীরা একটি শক্তিশালী আইইডি বিস্ফোরণের মাধ্যমে তাদের এসইউভি গাড়ি উড়িয়ে দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর ২.১৫ মিনিটে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই আট জন ডিআরজি জওয়ান ও গাড়ির ড্রাইভার নিহত হন। বিস্ফোরণের ফলে রাস্তায় ১০ ফুট গভীর গর্ত তৈরি হয়। গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসাবশেষের অংশ একটি গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায়।
গত তিন দিন ধরে নারায়ণপুর, দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এই অভিযানে পাঁচ নকশাল নিহত হয় এবং এক ডিআরজি হেড কনস্টেবল শহিদ হন। অভিযানের পরে ডিআরজি জওয়ানরা বিজাপুরে তাদের ঘাঁটিতে ফেরার সময় এই হামলা হয়।
ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “বস্তারে চলমান নকশালবিরোধী অভিযানে সাফল্য দেখে মাওবাদীরা হতাশ। তাই তারা এমন কাপুরুষোচিত আক্রমণ চালাচ্ছে।”
ঘটনার পরে এলাকায় আরও বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নিহত জওয়ানদের আত্মত্যাগ স্মরণ করে কেন্দ্র ও রাজ্য সরকার মাওবাদী সমস্যা সমাধানে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।