রাশিয়ার সেনাবাহিনীতে নিযুক্ত অবস্থায় ইউক্রেনের যুদ্ধে ১২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং ১৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক (MEA)। শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই খবর নিশ্চিত করেছেন। পাশাপাশি, নিখোঁজদের দ্রুত সন্ধান এবং মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বিনীল বাবুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাঁর পরিবারকে সরকারের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে। রাশিয়ার প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তাঁর মৃতদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।” তিনি আরও জানান, মস্কোতে চিকিৎসাধীন আরেক ভারতীয় নাগরিক শীঘ্রই সুস্থ হয়ে দেশে ফিরবেন।
বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, রুশ সেনাবাহিনীতে নিযুক্ত ১২৬ জন ভারতীয় নাগরিকের মধ্যে ৯৬ জন ইতিমধ্যেই কার্যকাল শেষ করে দেশে ফিরে এসেছেন। বাকি ৩০ জনের মধ্যে ১২ জন নিহত এবং ১৬ জন নিখোঁজ বলে জানানো হয়েছে। জয়সওয়াল বলেন, “যাঁরা এখনও রয়ে গিয়েছেন, তাঁদের দ্রুত মুক্তি এবং দেশে ফেরানোর জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি।”
রাশিয়ার জ্বালানি ক্ষেত্রে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে জয়সওয়াল বলেন, “ভারত এই নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা চালাচ্ছে। আমাদের তেলের ক্রয় সম্পূর্ণভাবে দেশের জ্বালানি নিরাপত্তার চাহিদা এবং বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও তাই হবে।”
ভারতের পক্ষ থেকে রুশ সেনাবাহিনীতে নিযুক্ত ভারতীয়দের দ্রুত দেশে ফেরানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।