Home খবর দেশ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ১৪টি বিরোধী দল, শুনানি ৫...

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ১৪টি বিরোধী দল, শুনানি ৫ এপ্রিল

0

নয়াদিল্লি: সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহারের অভিযোগ। সুপ্রিম কোর্টে ১৪টি বিরোধী দল।

ক’দিন আগেই কংগ্রেস বাদে অন্তত আটটি বিরোধী দল কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের বিরুদ্ধে অভিযোগ তুলে চিঠি লিখেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে তার বিরুদ্ধে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে পৃথক পিটিশন দায়ের করার পরিকল্পনার কথাও জানা গিয়েছিল। এই অভিযোগে শুক্রবার ১৪টি বিরোধী দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে

জানা গিয়েছে, কংগ্রেস এবং অন্যান্য ১৩টি বিরোধী দল কেন্দ্রীয় সরকারের দ্বারা ‘তদন্ত সংস্থাগুলির অপব্যবহারের’ অভিযোগে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। ৫ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য করেছে সর্বোচ্চ আদালত। যে দলগুলি সুপ্রিম কোর্টে মামলা করেছে তাদের মধ্যে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, জনতা দল-ইউনাইটেড, ভারত রাষ্ট্র সমিতি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব ঠাকরের দল), ন্যাশনাল কনফারেন্স, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, বামফ্রন্ট ও ডিএমকে।

বিরোধী দলগুলি তাদের আবেদনে বলেছে, “আমরা ভবিষ্যতের জন্য নির্দেশিকা চাইছি”। বিরোধী নেতাদের গ্রেফতারে ইডি এবং সিবিআই-এর মতো তদন্ত সংস্থাগুলির নির্বিচারে ব্যবহারের অভিযোগ করেছে তারা। তাদের আরও অভিযোগ, ২০১৪-এর পরে যখন নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসে তখন এ ধরনের মামলা নথিভুক্তির ক্ষেত্রে একটি “বিশাল বৃদ্ধি” ঘটেছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে এই অভিযোগে আগে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছিলেন বিরোধী নেতারা। সেখানে সাক্ষর করেছিলেন মমতা। মঙ্গলবার ওড়িশা সফরের আগে তিনি এই প্রসঙ্গে ফের একবার সরব হন।

সম্প্রতি বিভিন্ন প্রকল্পের পর্যবেক্ষণের জন্য একাধিকবার পশ্চিমবঙ্গে এসেছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। আবাস যোজনা, মিড ডে মিল প্রকল্প কতটা স্বচ্ছতার সঙ্গে হচ্ছে, তা খতিয়ে দেখে তারা। সেই সব প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি-র কথায় শুধু টিম পাঠিয়ে দিচ্ছে কেন্দ্র।”

আরও পড়ুন: বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক মমতার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version