নতুন প্রজন্মের বলিউড তারকা জাহ্নবী কাপুর ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। বলিউডে পা রাখার ৫ বছরের মধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে চলেছে এই অভিনেত্রীর।
সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী বলেন, ‘আমি কদিন আগে আবার ‘আরআরআর’ দেখলাম। এনটিআর জুনিয়রের অভিনয় দেখে আমি রীতিমতো মুগ্ধ। আমার স্বপ্ন ছিল তার সঙ্গে কাজ করার। তার সঙ্গে এক ছবিতে কাজ করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।‘
জাহ্নবী আরও জানান, ‘এনটিআর ৩০’ সিনেমায় কাজ করার জন্য তিনি রীতিমতো প্রার্থনা করেছিলেন। অভিনেত্রী বলেন, ‘আমি প্রতিদিন পরিচালক কোরাতালা শিবাকে মেসেজ করতাম। আমি শুধু দিন গুনছি যে, কবে সিনেমার শুটিং শুরু হবে।’
বেশ অনেকদিন ধরেই জাহ্নবীর দক্ষিণী ছবিতে কাজ করা নিয়ে কানাঘুষো চলছিল। এইবার তাঁর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।
‘এনটিআর-৩০’ সিনেমায় এনটিআর জুনিয়ের সঙ্গে কাজ নিয়ে খুবই উচ্ছ্বসিত জাহ্নবী। ছবির প্রস্তুতিও শুরু হয়ে গেছে। মার্চ মাসের শেষ থেকেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।