Home খবর দেশ ভরা এজলাসে বিচারককে লক্ষ্য করে চটি ছুড়ে মারলেন খুনের মামলায় অভিযুক্ত!

ভরা এজলাসে বিচারককে লক্ষ্য করে চটি ছুড়ে মারলেন খুনের মামলায় অভিযুক্ত!

0

মহারাষ্ট্রের ঠাণের এক আদালতে এক বিচারকের দিকে চটি ছুড়ে মারার অভিযোগ। মামলা দায়ের ২২ বছর বয়সি এক খুনের অভিযুক্তের বিরুদ্ধে। বিচারকের ডেস্কের সামনের দিকের অংশে গিয়ে লাগে অভিযুক্তের ছুড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। সোমবার সকালে পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে।

অভিযুক্ত নাম কিরণসন্তোষ ভরমের দাবি, নিজের আইনজীবীর অনুপস্থিতিতে বিরক্ত হয়ে এই কাজ করেন তিনি।

পুলিশ জানিয়েছে, কিরণ ভরামকে একটি হত্যাকাণ্ডের মামলায় ঠাণে পুলিশ গ্রেফতার করেছিল। শনিবার জেলা এবং অতিরিক্ত দায়রা বিচারক আরজি ওয়াঘমারের আদালতে শুনানির জন্য তাঁকে আনা হয়। শুনানির সময় ভরাম বিচারকের কাছে নিজের আবেদন অন্য আদালতে স্থানান্তর করার অনুরোধ জানান।

বিচারক তাঁকে নতুন আবেদন জমা দিতে বলেন। এরপর বিচারক তাঁর আইনজীবীর নাম ধরে ডাকেন। কিন্তু সাড়া মেলেনি। এর পর বিচারক অভিযুক্তকে নতুন আইনজীবীর নাম জানাতে বলেন। একইসঙ্গে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

এসময়, অভিযুক্ত আচমকাই চটি খুলে বিচারকের দিকে ছুড়ে মারেন। তবে চটি বিচারকের গায়ে না লেগে তার ডেস্কের সামনে থাকা কাঠের ফ্রেমে লাগে এবং বেঞ্চ ক্লার্কের পাশে পড়ে।

ঘটনার পর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সঞ্চিতা ধারায় ১৩২ (সরকারি কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য আক্রমণ বা বল প্রয়োগ) এবং ১২৫ (অন্যের জীবন বা নিরাপত্তা বিপন্ন করা) ধারায় নতুন মামলা দায়ের করে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে আবার এনকাউন্টার! পিলভিটে নিহত ৩ খলিস্তানি জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক অস্ত্র

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version