Home খবর দেশ বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৩৯টি ভারতে, দিল্লির পরেই কলকাতা

বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৩৯টি ভারতে, দিল্লির পরেই কলকাতা

0

মঙ্গলবার প্রকাশিত হয়েছে ২০২২ সালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকা। উল্লেখযোগ্য ভাবে, বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৩৯টিই ভারতে। তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ভারত এখন বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় অষ্টম স্থানে রয়েছে। যেখানে ২০২১ সালে ছিল পঞ্চম স্থানে।

সবচেয়ে দূষিত ১০টি দেশ

সবচেয়ে দূষিত ১০টি দেশের তালিকায় রয়েছে চাদ প্রজাতন্ত্র, ইরাক, পাকিস্তান, বাহরিন, বাংলাদেশ, বুরকিনা ফাসো, কুয়েত, ভারত, মিশর এবং তাজিকিস্তান। ইতিমধ্যে, ছ’টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পিএম২.৫ নির্দেশিকা পূরণ করেছে (বার্ষিক গড় প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রাম বা তার কম)। দেশগুলি হল অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রেনাডা, আইসল্যান্ড এবং নিউজিল্যান্ড।

পিএম২.৫ মাত্রা নেমে এসেছে প্রতি ঘনমিটারে ৫৩.৫ মাইক্রোগ্রাম, যা এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমার ১০ গুণ বেশি। মঙ্গলবার প্রকাশিত ‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট’-এ সুইস ফার্ম আইকিউএয়ার এই র‍্যাঙ্কিং নির্ধারণ করেছে। এটি পিএম২.৫-এর স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

সমীক্ষক সংস্থাটি বিশ্বের ১৩১টি দেশের ৩০ হাজারের বেশি তথ্য সংগ্রহ করেছে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার মাধ্যমে এই পর্যবেক্ষণ চালানো হয়েছে।

ভারতের কোন শহরে কী অবস্থা

তালিকায় ছ’টি মেট্রো শহর রয়েছে। যেখানে দিল্লির পরে কলকাতা সবচেয়ে দূষিত। চেন্নাইয়ে দূষণ থাকলেও তুলনামূলকভাবে সবচেয়ে পরিষ্কার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া নিরাপদ স্তরের ‘মাত্র’ ৫ গুণ বেশি মাত্রা সেখানে। হায়দরাবাদ এবং বেঙ্গালুরু এমন মেট্রো, যেখানে ২০১৭ সাল থেকে দূষণের মাত্রা গড়ের চেয়ে বেড়েছে।

রিপোর্ট অনুযায়ী, দিল্লি এখন আর বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী নয়। তবে এ বছর রিপোর্টটি ‘বৃহত্তর’ দিল্লি এবং রাজধানী নয়াদিল্লির ভিন্ন রিপোর্ট তৈরি করেছে। উভয়ই শীর্ষ ১০-এ ঠাঁই পেয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হয়েছে চাদের এন’জামেনা। নয়াদিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে।

এখানে ক্লিক করে সবচেয়ে দূষিত শহরের সম্পূর্ণ তালিকা দেখুন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version