Home খবর দেশ তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪,...

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

Telangana acci

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় সোমবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভারী পাথর বোঝাই একটি দ্রুতগামী লরি রাজ্য পরিবহন নিগমের (RTC) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে লরির বোঝাই করা নুড়ি-পাথর বাসের উপরে পড়ে যায়, এবং মুহূর্তের মধ্যেই বাসের সামনের অংশ পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান RTC বাসের চালক এবং লরির চালক, সঙ্গে আরও বেশ কয়েকজন যাত্রী। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। পুলিশ ও দুর্যোগ ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছে পৃথিবীমুভার (earthmover) দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চালায়।

আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় চেভেল্লা সরকারি হাসপাতালে, এবং যাঁদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের স্থানান্তর করা হয় গান্ধী হাসপাতাল ও উসমানিয়া হাসপাতালে। মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডির নির্দেশে সেখানে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন এবং দ্রুত উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দেন। তিনি রাজ্যের মুখ্যসচিবকে সংশ্লিষ্ট সমস্ত দফতরের সঙ্গে সমন্বয় রেখে সচিবালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন, যাতে পরিস্থিতির ওপর নজর রাখা যায়।

রাজ্যের পরিবহন মন্ত্রী পোন্নম প্রভাকর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি রঙ্গা রেড্ডি জেলার জেলা প্রশাসককে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বলেন এবং RTC-র আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দেন।

দুর্ঘটনার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা প্রভাবিত হয়েছেন এবং তাঁদের পরিবারকে আমি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেছেন, মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি ও ভারী বোঝাই লরির ভারসাম্য হারানোর ফলেই এই বিপর্যয় ঘটে।

রঙ্গা রেড্ডির এই দুর্ঘটনা গোটা তেলঙ্গানায় শোকের ছায়া ফেলেছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version