Home খবর দেশ ভারতের ৫৪% প্রবীণ নাগরিক কোন অসুখে ভুগছে, কোন তথ্য উঠে এল সমীক্ষায়

ভারতের ৫৪% প্রবীণ নাগরিক কোন অসুখে ভুগছে, কোন তথ্য উঠে এল সমীক্ষায়

0

ভারতের বয়স্ক নাগরিকদের ওপর সম্প্রতি বিশেষ সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় দেখা গেছে, ৫৪% বয়স্ক নাগরিক কো-মর্বিডিটির শিকার। তাঁরা দুই বা তার বেশি রকম নন-কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ সহজে সারে না এমন রোগে আক্রান্ত। হেল্প এজ ইন্ডিয়া (HelpAge India) নামক সংস্থা এই সমীক্ষা চালায়।

সমীক্ষায় দেখা গেছে, ২৬% প্রবীণ নাগরিক যে কোনো এক রকমের নন-কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত। ২০% বয়স্ক ভারতীয় কোনো রকম রোগে আক্রান্ত নন। তবে ৮০ বছর বা তার বেশি যাঁদের বয়স সেই সব ভারতীয়রা দুই বা তার বেশি রকমের নন-কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত। ভারতের বয়স্ক নাগরিকদের জন্য কাজ করে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত সংস্থা হেল্প এজ ইন্ডিয়া। ১০টি রাজ্যের ২০টি শহরে ৫ হাজারের বেশি বয়স্ক ভারতীয় ও তাঁদের দেখাশোনার দায়িত্বে থাকা ১৩০০ জন কেয়ারগিভারকে নিয়ে এই গবেষণা চালানো হয়।

‘Aging in India: Exploring Preparedness & Response To Care Challenges’ শীর্ষক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ৭৯% বয়স্ক ভারতীয় গত এক বছরে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে গেছেন। ৫০% প্রবীণ নাগরিক চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। ৩৯% বয়স্কদের কাছে স্মার্টফোন আছে। তাঁরা ডিজিটাল গ্যাজেট ব্যবহারে সড়গড়। কিন্তু ৫৯% প্রবীণ নাগরিকের কাছে কোনো রকম বৈদ্যুতিক গ্যাজেট নেই। ৪৭% পুরুষের কাছে স্মার্টফোন আছে। ৬০-৬৯ বছর বয়সি এমন ৪৩% ভারতীয় স্মার্টফোনে স্বচ্ছন্দ। কিন্তু মাত্র ২২% বয়স্ক ভারতীয় মোবাইল ব্যাঙ্কিং বা মোবাইলে ডিজিটাল পদ্ধতিতে বিল জমা দেওয়া, আর্থিক লেনদেনে স্বচ্ছন্দ। ৭% প্রবীণ নাগরিক কোনো না কোনো হেনস্তার শিকার হয়েছেন। ২৯% বয়স্ক নাগরিক পেনশন বা প্রভিডেন্ট ফান্ডের সুযোগসুবিধা পান। গত এক বছরে প্রতি ৩ জন বয়স্কের মধ্যে একজনের কোনো আয় হয়নি বলে জানিয়েছেন। ৬০-৬৯ বছর বয়সি ৩১% প্রবীণদের গত এক বছরে কোনো আয় হয়নি। ৭১-৭৯ বছর বয়সি ৩৬% ভারতীয়র কোনো আয় হয়নি। গত এক বছরে ৮০ বছরের ঊর্ধ্বে বয়সি ৩৭% ভারতীয়র কোনো আয় হয়নি।

সমীক্ষায় বলা হয়েছে, ৪৮% প্রবীণ ভারতীয় উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছে, ৪৩% ডায়াবেটিসে আক্রান্ত, ৩৫% বয়স্ক হাড়, বাতের সমস্যায় কাবু, ১৯% ভারতীয় কোলেস্টেরলের অসুখে ভুগছেন। ২০১১ সালে ভারতের মোট জনসংখ্যার ৮.৬% ছিল বয়স্ক নাগরিক। ২০৫০ সালে সংখ্যাটা বেড়ে হতে পারে ২০.৮%।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version