দেশ জুড়ে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী অধীর আগ্রহে অষ্টম পে কমিশন ঘোষণার অপেক্ষা করছেন। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি সামলাতে বেতন বৃদ্ধির আশাবাদী তাঁরা। ২০১৬ সালে কার্যকর হওয়া অষ্টম পে কমিশনের মেয়াদ ২০২৬ সালে শেষ হতে চলেছে। এমন পরিস্থিতিতে নতুন পে কমিশন গঠনের দাবি জোরালো হচ্ছে।
ধারণা করা হচ্ছে, অষ্টম পে কমিশন ২০২৫ সালে গঠিত হবে এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। অনুমান অনুযায়ী, ন্যূনতম বেসিক বেতন বর্তমান ১৮,০০০ থেকে বেড়ে ৩৪,৫০০ টাকা হতে পারে। তবে, সরকার এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেনি।
ডিএ গণনায় সম্ভাব্য পরিবর্তন
নতুন কমিশনে মহার্ঘ ভাতা (ডিএ) গণনার নিয়মেও পরিবর্তন আসতে পারে। বর্তমানে সপ্তম পে কমিশনের নির্দেশিকা অনুযায়ী ডিএ গণনা হয়। ভবিষ্যতে এটি মূল্যস্ফীতির সঙ্গে আরও সুসংগতভাবে সংশোধন করা হতে পারে, যা কর্মচারীদের জন্য বাড়তি সুবিধা এনে দেবে।
সম্ভাব্য বেতন বৃদ্ধি
সপ্তম পে কমিশন প্রবর্তনের সময় ২৩ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল। অষ্টম পে কমিশনের মাধ্যমেও এর চেয়ে বেশি বেতন বৃদ্ধির আশা করছেন কর্মচারীরা। বিশেষজ্ঞদের মতে, ন্যূনতম বেসিক বেতন ৩৪,৫০০ টাকা পর্যন্ত বাড়তে পারে, যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে।
কর্মচারীদের মধ্যে এই নতুন পে কমিশন নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে। তাঁরা আশা করছেন, নতুন কমিশন তাঁদের আর্থিক সুরক্ষা ও কর্মজীবনে আরও উন্নতি আনবে।
সূত্র: ওয়ান ইন্ডিয়া
