দেহরাদুন: টানা ১৭ দিন ধরে আটকে থাকার পর সিলকিয়ারা টানেলে আটকে থাকা কর্মীদের একে একে বের করে আনা হচ্ছে। ইতিমধ্যে ৪১ জনকেই উদ্ধার করা হয়েছে। তাঁদের টানেলের নিরাপদ জায়গায় রাখা হয়েছে এবং একে একে অ্যাম্বুল্যান্সে করে চিনইয়ালিসৌরে অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
রাত্রি ৮টা নাগাদ আটকে থাকা শ্রমিকদের প্রথমজন বেরিয়ে আসেন। তার পর একে একে অন্যদের বের করে নিয়ে আসা হয়। সুড়ঙ্গের বাইরেই অপেক্ষা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসা কর্মীদের সঙ্গে তিনি কথা বলেন। জানা যায়, তখনও যাঁরা সুড়ঙ্গের ভিতরে আটকে আছেন তাঁরা সুস্থ আছেন।
(বিস্তারিত আসছে)
আরও পড়ুন
সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের কাছাকাছি উদ্ধারকারী দল, যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারেন তাঁরা