পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে ফের শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন (SIR)। বহুদিনের জল্পনায় এবার সিলমোহর দিল ভারতের নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও কালীপুজোর পরেই, আগামী অক্টোবরে দেশজুড়ে এই প্রক্রিয়া শুরু হবে।
ইতিমধ্যেই বিহারে SIR চালু হয়েছিল এবং তা নিয়ে বিস্তর বিতর্কও তৈরি হয়েছিল। সেখানে খসড়া তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ পড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রশ্ন ওঠে। কমিশনের প্রথম সিদ্ধান্ত ছিল, ভোটার তালিকা সংশোধনে আধারকে প্রামাণ্য নথি হিসাবে ধরা হবে না। এতে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেস, তীব্র আপত্তি জানিয়েছিল। পরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ভোটার তালিকায় নাম নথিভুক্তির জন্য আধার কার্ড ব্যবহার করা যাবে, তবে এটি নাগরিকত্বের প্রমাণ নয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার প্রশ্ন তুলেছেন, “৫০ বছর আগে জন্ম নেওয়া মানুষদের জন্ম সনদ কীভাবে পাওয়া যাবে?” তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে দেশে কার্যত এনআরসি চালু করার চেষ্টা চলছে। সুপ্রিম কোর্টের রায়ের পরে মমতা বলেন, “আধার এখন আইডেন্টিটি। যাঁদের আধার নেই, তাঁরা করিয়ে নেবেন।” গত মঙ্গলবারও তিনি মন্তব্য করেন, “SIR দুই-তিন মাসে হয় না, তিন-চার বছর সময় লাগে।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এর আগে শেষবার SIR হয়েছিল ২০০২ সালে। সেই তালিকাকে কমিশন ইতিমধ্যেই ওয়েবসাইটে প্রকাশ করেছে। এবার দুই দশকেরও বেশি সময় পর ফের নতুন করে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হতে চলেছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার আগে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এই আবহে বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অপর নির্বাচন কমিশনার এবং সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা। সূত্রের খবর, বৈঠকে সব রাজ্যকে প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us