Home খবর দেশ শপথ নিয়ে প্রথম প্রতিশ্রুতি রাখলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি

শপথ নিয়ে প্রথম প্রতিশ্রুতি রাখলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি

0

হায়দরাবাদ: তিনি বলেছিলেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তা হলে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে যে লোহার ব্যারিকেড আছে তা ভেঙে ফেলা হবে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই প্রতিশ্রুতি রাখলেন রেবন্ত রেড্ডি।

হায়দরাবাদে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের নাম ‘প্রগতি ভবন’। সেই ‘প্রগতি ভবন’ ঘেরা ছিল লোহার রডের ব্যারিকেড দিয়ে দিয়ে। বৃহস্পতিবার সকালে হাজির বুলডোজার, ট্র্যাক্টর এবং নির্মাণকর্মীরা। হায়দরাবাদে মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হতে না হতেই ওই নির্মাণকর্মীরা কাজে নেমে পড়েন। ভেঙে ফেলেন লোহার ব্যারিকেড।

এ দিন ভারতের তরুণতম রাজ্য তেলেঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ৫৪ বছরের রেবন্ত রেড্ডি। তিনি ভারত রাষ্ট্র সমিতির (পূর্বতন তেলঙ্গানা রাষ্ট্র সমিতি) কে চন্দ্রশেখর রাওয়ের স্থলাভিষিক্ত হলেন। হার-না-মানা দৃষ্টিভঙ্গির জন্য খ্যাতি রয়েছে রেবন্ত রেড্ডির। একটা বিষয়ের শেষ না দেখে কিছুতেই হার মানেন না রেবন্ত।

বৃহস্পতিবার হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে রেবন্ত রেড্ডি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। তাঁর সঙ্গে শপথ নেন তাঁর মন্ত্রিসভার ১১ জন সহকর্মী। এঁদের মধ্যে ছিলেন মল্লু বট্টি বিক্রমার্কা। ইনি রাজ্যের মুখ্যমন্ত্রীপদের আর-একজন দাবিদার ছিলেন। তাঁকে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী করা হয়েছে।

এবার নতুন মুখ্যমন্ত্রীর সামনে সবচেয়ে বড়ো কাজ হল তাঁর দল কংগ্রেসের দেওয়া ‘ছ’টি গ্যারান্টি’ পূর্ণ করা। এবারের ভোটে প্রচার চালাতে গিয়ে ওই ‘ছ’টি গ্যারান্টি’র কথা বারবার বলেছে কংগ্রেস। এই গ্যারান্টিগুলো পূর্ণ করতে হলে বিপুল অর্থের প্রয়োজন। এখন দেখা যাক রেবন্তী রেড্ডির সরকার কী ভাবে সেই অর্থ জোগাড় করতে পারে। এই ‘ছ’টি গ্যারান্টি’র অন্যতম হল তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে মেয়েদের নিখরচায় যাতায়াত।

আরও পড়ুন

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version