কলকাতার আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে সারা দেশের চিকিৎসকেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। দিল্লি এমসের চিকিৎসকেরা এই আন্দোলনে আগেই শামিল হয়েছিলেন, তবে এবার তাঁরা অভিনব পন্থায় প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দফতরের সামনে, নির্মাণ ভবনের সামনের রাস্তায় দাঁড়িয়ে তাঁরা রোগী দেখবেন বলে ঘোষণা করেছেন।
সোমবার থেকে এই অভিনব কর্মসূচি শুরু হবে। দিল্লি এমসের চিকিৎসকেরা তাঁদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আরজি কর কাণ্ডের বিচার এবং হাসপাতালে নিরাপত্তার দাবিতে তাঁরা আন্দোলন করছেন। তাঁদের অভিযোগ, তাঁদের কোনও দাবিই পূরণ করা হয়নি এবং তাঁরা পরিষেবা দেওয়ার সময় নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি প্রধানের বিক্ষোভে অবরুদ্ধ বাইপাশ, পায়ে পা মিলিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’স্লোগান
সারা দেশে জুনিয়র চিকিৎসকেরা এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন, যার ফলে সরকারি হাসপাতালের বহির্বিভাগের পরিষেবা ব্যাহত হচ্ছে। তবে দিল্লি এমসের চিকিৎসকেরা কর্মবিরতির পরিবর্তে অন্য পন্থা অবলম্বন করেছেন। তাঁরা স্বাস্থ্য মন্ত্রকের দফতরের সামনে বহির্বিভাগের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
দিল্লি এমসের রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন আরডিএ এই উদ্যোগে সরকারকে সহায়তা করার জন্য অনুরোধ করেছে, যাতে রাস্তায় বহির্বিভাগের পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা যায়।
প্রসঙ্গত, গত ৯ অগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনাটি সামনে আসতেই সারা দেশে চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। এর পর থেকেই কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতাল ও সারা দেশে চিকিৎসকেরা এই ঘটনার প্রতিবাদে বিচার এবং নিরাপত্তার দাবি জানিয়ে আন্দোলন করছেন।