ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তি রবিবার মোতিলাল নেহরু ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যাকে দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে মত প্রকাশ করলেন। তিনি বলেন, “আমরা জরুরি অবস্থার পর থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণের দিকে যথেষ্ট মনোযোগ দিইনি, যা আমাদের দেশের জন্য একটি ঝুঁকি তৈরি করছে।”
নারায়ণমূর্তি আরও উল্লেখ করেন যে, ভারতের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং চীনের মতো দেশগুলির ব্যক্তি প্রতি জমির প্রাপ্যতা অনেক বেশি।
সমাবর্তন অনুষ্ঠানে তিনি উপস্থিত শিক্ষার্থীদের জাতির অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, “একজন সত্যিকারের পেশাদারের দায়িত্ব হল দেশের উন্নতির জন্য কাজ করা। এই অবদান উচ্চাকাঙ্ক্ষা রাখা, বড় স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে।”
তিনি আরও বলেন, “এক প্রজন্মকে পরবর্তী প্রজন্মের উন্নতির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আমার উপস্থিতি প্রমাণ করে যে আমার বাবা-মা, ভাইবোন এবং শিক্ষকেরা আমার উন্নতির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা বৃথা যায়নি।”
অনুষ্ঠানে মোট ১,৬৭০ জনকে ডিগ্রি প্রদান করা হয়। স্নাতকোত্তর শিক্ষার্থীদের মধ্যে ৩৪টি স্বর্ণপদক এবং স্নাতক শিক্ষার্থীদের মধ্যে ১৩টি স্বর্ণপদক প্রদান করা হয়।