Home খবর দেশ দূষণ পরিস্থিতি ভয়ংকর, দিল্লি-এনসিআর-এ ৫০০ ছুঁয়ে গেল একিউআই, বন্ধ হয়ে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ও...

দূষণ পরিস্থিতি ভয়ংকর, দিল্লি-এনসিআর-এ ৫০০ ছুঁয়ে গেল একিউআই, বন্ধ হয়ে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ও    

0

খবর অনলাইন ডেস্ক: মঙ্গলবার নিয়ে টানা সাত দিন ঘন ধোঁয়াশায় ঢেকে আছে দিল্লি-এনসিআর (ন্যাশনাল ক্যাপিটল রিজিয়ন, NCR)। বাতাসের গুণমানের সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, একিউআই, AQI) ক্রমশ ‘অতি ভয়ানক’ স্তরেরও উপরের দিকে উঠছে। মঙ্গলবার সকালে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম-সহ এনসিআর-এর বেশির ভাগ জায়গাতেই একিউআই ৫০০ ছুঁয়ে গিয়েছে।

দিল্লি অঞ্চলে বায়ুদূষণের এই মাত্রা ক্রমশই দুশ্চিন্তা বাড়াচ্ছে দিল্লিবাসীর। সমস্ত স্কুল তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। ক্লাস হচ্ছে অনলাইনে। সেই একই পথে গেল দিল্লি বিশ্ববিদ্যালয় (ডিইউ) এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ও (জেএনইউ)। ডিউ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে এবং তাদের অধীনস্থ সমস্ত কলেজে সব ক্লাস ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে হবে। জেএনইউও অনলাইনের পথে হেঁটেছে। ২২ নভেম্বর পর্যন্ত তাদের সব ক্লাস অনলাইনে হবে। বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দিল্লি সরকার এই দূষণ পরিস্থিতিকে ‘মেডিক্যাল এমারজেন্সি’ বলে অভিহিত করেছে এবং ‘জনস্বাস্থ্য’-এর স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে যা প্রয়োজনীয় করার করতে বলেছে।           

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি, CPCB) সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৫টায় দিল্লির আনন্দ বিহার, অশোক বিহার, বাওয়ানা, জাহাঙ্গীরপুরী, মেজর ধ্যান চাঁদ স্টেডিয়াম-সহ বিভিন্ন একিউআই কেন্দ্রে বাতাসের গুণমানের সূচক (একিউআই) ৫০০ ছুঁয়ে গিয়েছে।

বাতাসের গুণমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে হলে তা ‘ভাল’ বলে ধরে নেওয়া হয়। গুণমান সূচক ৫১ থেকে ১০০ হলে তা ‘সন্তোষজনক’ বলে ধরা হয়। বাতাসের গুণমান সূচক ১০১ থেকে ২০০ হলে ‘মাঝারি’ বলে ধরে নেওয়া হয়। গুণমান সূচক ২০১ থেকে ৩০০ হলে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ হলে ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৪৫০ ‘ভয়ানক’ এবং ৪৫০-এর বেশি হলে ‘অতি ভয়ানক’ ধরে নেওয়া হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version