Homeখবরদেশদূষণ পরিস্থিতি ভয়ংকর, দিল্লি-এনসিআর-এ ৫০০ ছুঁয়ে গেল একিউআই, বন্ধ হয়ে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ও...

দূষণ পরিস্থিতি ভয়ংকর, দিল্লি-এনসিআর-এ ৫০০ ছুঁয়ে গেল একিউআই, বন্ধ হয়ে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ও    

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মঙ্গলবার নিয়ে টানা সাত দিন ঘন ধোঁয়াশায় ঢেকে আছে দিল্লি-এনসিআর (ন্যাশনাল ক্যাপিটল রিজিয়ন, NCR)। বাতাসের গুণমানের সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, একিউআই, AQI) ক্রমশ ‘অতি ভয়ানক’ স্তরেরও উপরের দিকে উঠছে। মঙ্গলবার সকালে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম-সহ এনসিআর-এর বেশির ভাগ জায়গাতেই একিউআই ৫০০ ছুঁয়ে গিয়েছে।

দিল্লি অঞ্চলে বায়ুদূষণের এই মাত্রা ক্রমশই দুশ্চিন্তা বাড়াচ্ছে দিল্লিবাসীর। সমস্ত স্কুল তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। ক্লাস হচ্ছে অনলাইনে। সেই একই পথে গেল দিল্লি বিশ্ববিদ্যালয় (ডিইউ) এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ও (জেএনইউ)। ডিউ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে এবং তাদের অধীনস্থ সমস্ত কলেজে সব ক্লাস ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে হবে। জেএনইউও অনলাইনের পথে হেঁটেছে। ২২ নভেম্বর পর্যন্ত তাদের সব ক্লাস অনলাইনে হবে। বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দিল্লি সরকার এই দূষণ পরিস্থিতিকে ‘মেডিক্যাল এমারজেন্সি’ বলে অভিহিত করেছে এবং ‘জনস্বাস্থ্য’-এর স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে যা প্রয়োজনীয় করার করতে বলেছে।           

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি, CPCB) সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৫টায় দিল্লির আনন্দ বিহার, অশোক বিহার, বাওয়ানা, জাহাঙ্গীরপুরী, মেজর ধ্যান চাঁদ স্টেডিয়াম-সহ বিভিন্ন একিউআই কেন্দ্রে বাতাসের গুণমানের সূচক (একিউআই) ৫০০ ছুঁয়ে গিয়েছে।

বাতাসের গুণমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে হলে তা ‘ভাল’ বলে ধরে নেওয়া হয়। গুণমান সূচক ৫১ থেকে ১০০ হলে তা ‘সন্তোষজনক’ বলে ধরা হয়। বাতাসের গুণমান সূচক ১০১ থেকে ২০০ হলে ‘মাঝারি’ বলে ধরে নেওয়া হয়। গুণমান সূচক ২০১ থেকে ৩০০ হলে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ হলে ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৪৫০ ‘ভয়ানক’ এবং ৪৫০-এর বেশি হলে ‘অতি ভয়ানক’ ধরে নেওয়া হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

আরও পড়ুন

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।