Home খবর দেশ হাথরস-পদপিষ্ট কাণ্ড: কেন এফআইআর-এ নাম নেই ভোলে বাবার, ব্যাখ্যা করলেন আলিগড়ের আইজি

হাথরস-পদপিষ্ট কাণ্ড: কেন এফআইআর-এ নাম নেই ভোলে বাবার, ব্যাখ্যা করলেন আলিগড়ের আইজি

0

আলিগড় (উত্তরপ্রদেশ): মঙ্গলবার হাথরসের সৎসঙ্গে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনায় কেন স্বঘোষিত ধর্মগুরু সুরজপাল তথা নারায়ণ সাকার হরি তথা ভোলে বাবার নাম এফআইআর-এ রাখা হল না, বৃহস্পতিবার সে সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

আলিগড় রেঞ্জের পুলিশের আইজি শলভ মাথুর বলেছেন, তদন্ত চলছে। তদন্ত চলাকালীন যাকেই বোঝা যাবে ঘটনায় জড়িত ছিলেন তাকেই জেরা করা হবে এবং সেইমতো ব্যবস্থা নেওয়া হবে। “কিন্তু আপাতত ভোলে বাবার নাম এফআইআর-এ নেই। কারণ তাঁর নামে হাথরসে সৎসঙ্গ করার অনুমতি চাওয়া হয়নি। মূল অভিযুক্ত দেব প্রকাশ মধুকরের নামে চাওয়া হয়েছিল। এফআইআর-এ তাঁর নাম রয়েছে, তবে তিনি গা ঢাকা দিয়েছেন।”

ভোলে বাবা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, পুলিশ স্বঘোষিত গডম্যানের অতীত রেকর্ড ঘেঁটে দেখছে। দেখা গিয়েছে, ১৯৯০-এর দশকে আগরার পুলিশ কনস্টেবল থাকাকালীন তিনি ভিআরএস (স্বেচ্ছাবসর) নেন।

আইজিপি বলেন, “পুলিশ রেকর্ড থেকে জানা গিয়েছে, আগরার সাহাগঞ্জ থানায় এই বাবার নামে একটি মামলা নথিভুক্ত করা হয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। দেশের আর কোনো জায়গায় তাঁর নামে কোনো এফআইআর হয়েছিল কি না তা খুঁটিয়ে দেখছে পুলিশ।”

শলভ মাথুর আরও জানান, এই সৎসঙ্গের যে সাংগঠনিক কমিটি আছে, তার ছয় সদস্যকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে দু’জন মহিলা। মূল অভিযুক্ত দেব প্রকাশ মধুকরের সন্ধান চলছে। তাঁকে খুঁজে দেওয়ার জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। মধুকর স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার ডানহাত বলে জানা গিয়েছে।

কে এই ভোলে বাবা?

আলিগড় ডিভিশনের কাসগঞ্জ জেলার এক গ্রামের মানুষ সুরজপাল। উত্তরপ্রদেশ পুলিশের স্থানীয় ইনটেলিজেন্স ইউনিটের কাজ ছেড়ে ধর্মোপদেশ দিতে শুরু করেন এবং সৎসঙ্গ আয়োজন করতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে এবং তাঁর নাম হয় ভোলে বাবা। ‘নারায়ণ সাকার হরি’ নামে সম্বোধিত হতে তাঁর ভালো লাগত।

ভোলে বাবাকে ‘সাকার বিশ্ব হরি বাবা’ও বলা হয়। জনসমক্ষে তিনি সাদা পোশাকে থাকেন এবং ধর্মোপদেশ দেওয়ার সময় তাঁর স্ত্রী তাঁর পাশে থাকেন। তিনি কোনো গুরুর অনুগামী নন। গডম্যান দাবি করেন, তিনি সরাসরি ঈশ্বরের কাছে দীক্ষিত। তাঁর সৎসঙ্গ সাধারণত মঙ্গলবার আয়োজন করা হয় এবং সেই সৎসঙ্গে বহু এমএলএ, এমপি উপস্থিত থাকেন।

তাঁর জনপ্রিয়তা সত্ত্বেও মিডিয়া ভোলে বাবার সৎসঙ্গ থেকে দূরেই থেকেছে এবং কখনোই কোনো মিডিয়ায় এ ব্যাপারে কোনো প্রচার করা হয়নি।

আরও পড়ুন

হাথরস-পদপিষ্ট কাণ্ড সমাজবিরোধীদের চক্রান্ত, বললেন ভোলে বাবার আইনজীবী

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version