কলকাতা: রাজ্য সরকার প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার এবং চুক্তিভিত্তিক কর্মীদের এককালীন অবসর ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অবসর ভাতার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেই এই খবর এক্স হ্যান্ডেলে শেয়ার করে জানিয়েছেন।
বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১ এপ্রিল থেকে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা এই বর্ধিত ভাতা পাবেন। এই সুবিধা প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক এবং এস.এস.কে, এম.এস.কে-র শিক্ষাকর্মীদেরও প্রযোজ্য হবে।
— Bratya Basu (@basu_bratya) July 4, 2024
সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মে মাস থেকে বাড়ানোর কথা থাকলেও, পরে বর্ধিত ডিএ এপ্রিল মাস থেকেই সরকারী কর্মীদের দেওয়ার কথা ঘোষণা করে নবান্ন। প্রসঙ্গত, প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপার ভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএসকে-র কর্মীদের কারও অবসরের বয়স ৬০ বছর, কারও বা ৬৫। অবসরকালীন ভাতা হিসাবে এতদিন তাঁদের কেউ পেতেন ২ লক্ষ টাকা, কেউ ৩ লক্ষ টাকা। এ বার থেকে তা বাড়িয়ে করা হল পাঁচ লক্ষ টাকা। কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এই বর্ধিত ভাতার সুবিধা পাবেন।