নয়াদিল্লি: শুক্রবার (৩ ফেব্রুয়ারি) থেকে আমুল (Amul) ব্র্যান্ডের সমস্ত ধরনের দুধের দাম লিটার প্রতি ৩ টাকা করে বেড়ে গেল। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)।
এর আগে শেষবার ২০২২-এর ১৫ অক্টোবর দাম বেড়েছিল আমুল দুধের। মাত্র কয়েক মাসের ব্যবধানে ফের শুক্রবার থেকে দুধের দাম বেড়েছে। এখন আমুল দুধ কিনতে হলে প্রতি লিটারে আপনাকে আগের থেকে ৩ টাকা বেশি দিতে হবে।
বেড়ে কত হল?
আমুল তাজা: ৫০০ মিলি ২৭ টাকা
আমুল তাজা: ১ লিটার ৫৪ টাকা
আমুল তাজা: ২ লিটার ১০৮ টাকা
আমুল তাজা: ৬ লিটার ৩২৪ টাকা
আমুল তাজা: ১৮০ মিলি ১০ টাকা
আমুল গোল্ড: ৫০০ মিলি ৩৩ টাকা
আমুল গোল্ড: ১ লিটার ৬৬ টাকা
আমুল গোল্ড: ৬ লিটার ৩৯৬ টাকা
আমুল কাউ মিল্ক: ৫০০ মিলি ২৮ টাকা
আমুল কাউ মিল্ক: ১ লিটার ৫৬ টাকা
আমুল A2 বাফেলো মিল্ক: ৫০০ মিলি ৩৫ টাকা
আমুল A2 বাফেলো মিল্ক: ১ লিটার ৭০ টাকা
আমুল A2 বাফেলো মিল্ক: ৬ লিটার ৪২০ টাকা
কেন ফের মূল্যবৃদ্ধি? সংস্থা জানিয়েছে, “দুধের সামগ্রিক পরিচালন ও উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। যে কারণে এই মূল্যবৃদ্ধি করা হচ্ছে। শুধুমাত্র গবাদি পশুর খাবারের জন্য খরচ বেড়েছে। ইনপুট খরচ বৃদ্ধির কথা বিবেচনা করে, দুধ সরবরাহকারী সদস্য সংগঠনগুলিও দাম বাড়িয়েছে”।
আরও পড়ুন: আরও নামল তাপমাত্রার পারদ, আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া