Home খবর দেশ শেষপর্যন্ত তিহাড় জেলেই অনুব্রত মণ্ডল, ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

শেষপর্যন্ত তিহাড় জেলেই অনুব্রত মণ্ডল, ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

0
অনুব্রত মণ্ডল। ফাইল ছবি

এ বার তিহাড় জেলেই (Tihar Jail) ঠাঁই হল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। গরুপাচারকাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে ১৩দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।

মঙ্গলবার ইডি হেফাজত শেষে রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয় বীরভূমের দাপুটে নেতাকে। সেখানে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ৩ এপ্রিল পর্যন্ত তিহাড় জেলেই থাকবেন তিনি।

ইতিমধ্যেই গোরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে তিহাড়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গোরু পাচার মামলায় তাঁকে গত বছর ৯ জুন গ্রেফতার করেছিল ইডি। এর পর তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানানো হয় আদালতে। আদালতের অনুমতিতে গত ২২ অক্টোবর দিল্লি নিয়ে গিয়ে ইডি সহগলকে দু’দফায় হেফাজতে নিয়ে টানা জেরা করে। পরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে তিহাড় জেলে পাঠানো হয় তাঁকে। এ বার সেখানে গেলেন অনুব্রতও।

এ ছাড়াও তিহাড় জেলেই রয়েছেন অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারি এবং এই মামলার অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকও।

অনুব্রত মণ্ডলের এই তিহাড় যাত্রা যে রাজ্যের শাসক দল তৃণমূলকে নতুন করে অস্বস্তিতে ফেলেছে, তা বলাই বাহুল্য। এই প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ইডি-র উদ্দেশ্য, সবাইকে সামনে বসিয়ে জেরা করে আসল সত্যি সামনে আনা”।

উল্লেখ্য, গত ৭ মার্চ থেকে ইডি হেফাজতে ছিলেন অনুব্রত। দিল্লিতে নিয়ে যাওয়ার পর থেকে ইডির সদর দফতরে লাগাতার ম্যারাথন জেরা করে ইডি আধিকারিকরা। সামনে এসেছে একাধিক আরও চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন: ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! আর কতদিন দুর্যোগ, জানাল জাতীয় আবহাওয়া দফতর

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version