জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর এলাকার বালনোইতে মঙ্গলবার একটি সেনা বাহিনীর গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। দ্রুত আহতদের উদ্ধারকাজ শুরু হয়।
গত মাসের ৪ নভেম্বর, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার কালাকোটে একই ধরনের দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় সেনা সদস্য নায়েক বদ্রি লাল এবং সিপাহি জয় প্রকাশ গুরুতর আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও নায়েক বদ্রি লাল চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।
এর আগে, ২ নভেম্বর রিয়াসি জেলায় একটি ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি খাদে পড়ে যাওয়ায় এক মহিলা ও তার ১০ মাসের সন্তান-সহ তিনজনের মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন।
জম্মু ও কাশ্মীরের পাহাড়ি রাস্তার দুর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। যা সাধারণ মানুষের পাশাপাশি সেনা বাহিনীর জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।