সাবধান! আপনি যদি পুলিশ, সিবিআই, কাস্টমস বা বিচারকের অজানা নম্বর থেকে ভিডিও কল পান, তবে ভয় পাবেন না। তারা সাইবার অপরাধী হতে পারে।….কাউকে ফোন করলেই মোবাইলে বাজছে এই কলার টিউন, কেন জানেন?
সাইবার অপরাধ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আগামী তিন মাস প্রতিদিন ৮-১০ বার সাইবার ক্রাইম সম্পর্কিত কলার টিউন বাজানোর নির্দেশ দিয়েছে ভারতের টেলিকম বিভাগ। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য টেলিকম অপারেটরদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আদেশও দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, কলার টিউনের বিষয়বস্তু সরবরাহ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। প্রাক-কল ঘোষণা বা রিং ব্যাক টোনের মাধ্যমে এই কলার টিউন সম্প্রচার করা হচ্ছে।
টেলিকম বিভাগ জানিয়েছে, প্রতিটি গ্রাহকের ফোনে দৈনিক ৮-১০ বার সাইবার অপরাধ সম্পর্কিত বিভিন্ন বার্তা বাজানো হবে। প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বার্তা টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (TSPs) মাধ্যমে সম্প্রচারিত হবে।
সম্প্রতি সাইবার অপরাধের নতুন কৌশল, যেমন “ডিজিটাল অ্যারেস্ট” স্ক্যাম এবং ফেডএক্স প্রতারণার মাধ্যমে আর্থিক জালিয়াতির ঘটনা বেড়ে চলেছে। অপরাধীরা নিজেদের পুলিশ, বিচারক বা সরকারি কর্মকর্তার ছদ্মবেশে টাকা আদায়ের চেষ্টা করছে।
আন্তর্জাতিক স্পুফড কল শনাক্ত ও ব্লক করার জন্য একটি ব্যবস্থা চালু করেছে সরকার। যেখানে ভারতীয় নম্বরের ছদ্মবেশে বিদেশ থেকে ফোন কল করা হয়।
পরিসংখ্যান অনুযায়ী, ১৫ নভেম্বর পর্যন্ত কেন্দ্র ৬ লক্ষ ৬৯ হাজার সিম কার্ড এবং ১,৩২,০০০ আইএমইআই নম্বর ব্লক করেছে। এই উদ্যোগ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।