Home খবর দেশ দিল্লি হারিয়ে পঞ্জাব নিয়ে দুশ্চিন্তা! বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন কেজরিওয়াল

দিল্লি হারিয়ে পঞ্জাব নিয়ে দুশ্চিন্তা! বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন কেজরিওয়াল

0

দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আগামীকাল, মঙ্গলবার পঞ্জাবের আপ বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন অরবিন্দ কেজরিওয়াল। এরই মধ্যে কংগ্রেস দাবি করেছে, আপ-এর একাধিক বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। অন্য দিকে, বিজেপি অভিযোগ তুলেছে যে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে সরানোর জন্য এটা কেজরিওয়ালের নতুন চাল। যদিও আপ জানিয়েছে, আগামীকালের বৈঠকে শুধুমাত্র আগামী কৌশল নিয়েই আলোচনা হবে।

পার্টি সূত্রের খবর অনুযায়ী, দিল্লির নির্বাচনী ফলাফল ও তার প্রভাব পঞ্জাবে আপ-এর শক্ত ঘাঁটিতে কতটা পড়তে পারে, তা নিয়েই মূলত এই বৈঠক হবে।

দু’দিন আগেই দিল্লির ৭০টি আসনের মধ্যে ৪৮টি দখল করে আপ-এর কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিজেপি। স্বয়ং কেজরিওয়াল নিজের কেন্দ্র নয়াদিল্লি আসনে বিজেপির প্রবেশ বর্মার কাছে পরাজিত হয়েছেন।

এই ফলাফলের পর পঞ্জাবে আপ সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিজেপি ও কংগ্রেস নেতারা দাবি করেছেন, দিল্লির ফলাফলের প্রভাব পঞ্জাবে আরও বিপদ ডেকে আনতে পারে আপ-এর জন্য।

বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা অভিযোগ তুলেছেন, কেজরিওয়াল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে সরানোর পরিকল্পনা করছেন। তিনি বলেছেন, দিল্লিতে পঞ্জাবের আপ বিধায়কদের ডেকে বৈঠক করা হচ্ছে, যা মানকে সরানোর প্রথম পদক্ষেপ হতে পারে।

কেজরিওয়ালের এই বৈঠক আপ-এর অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মোড় আনতে পারে, না কি এটি শুধুই একটি কৌশলগত আলোচনা, তা আগামীকালই স্পষ্ট হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version