Home খবর দেশ ফের ই-মেলে বোমা রাখার হুমকি, দিল্লিতে একাধিক স্কুলে ছুটি দেওয়া হল

ফের ই-মেলে বোমা রাখার হুমকি, দিল্লিতে একাধিক স্কুলে ছুটি দেওয়া হল

Bomb Threat in Delhi Schools Sparks Panic

শুক্রবার দিল্লির একাধিক স্কুলে আবারও বোমা হুমকির ইমেল পাওয়া গিয়েছে। চলিত সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। ইমেলের হুমকি পেয়ে দিল্লি পাবলিক স্কুল (ইস্ট অব কৈলাশ), সালওয়ান স্কুল, মডার্ন স্কুল, এবং ক্যামব্রিজ স্কুল সহ বেশ কয়েকটি স্কুল দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। কর্তৃপক্ষ অভিভাবকদের জানিয়ে দেয় যে, আজ ছাত্রছাত্রীদের স্কুলে না পাঠানোই শ্রেয়।

ইমেলে বলা হয়েছে, স্কুল প্রাঙ্গণে ‘বেশ কয়েকটি বিস্ফোরক’ রাখা রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে যে, একটি ‘সিক্রেট ডার্ক ওয়েব’ গ্রুপ এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত। ইমেলে হুমকিদাতা জানায়, “আপনারা নিশ্চয়ই ছাত্রদের ব্যাগ নিয়মিত পরীক্ষা করেন না। বিস্ফোরকগুলো স্কুলের ভবন ধ্বংস করার জন্য যথেষ্ট এবং এতে অনেকের ক্ষতি হবে।”

এমনকি, ইমেলে হুমকি দেওয়া হয়েছে যে, ডিসেম্বর ১৩ এবং ১৪ তারিখে যেকোনো দিন বিস্ফোরণ ঘটতে পারে। উল্লেখ্য, ডিসেম্বর ১৪ তারিখে কিছু স্কুলে অভিভাবক-শিক্ষক বৈঠক নির্ধারিত রয়েছে, যা বিস্ফোরণের জন্য ‘ভাল সুযোগ’ বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরই দমকল, পুলিশ, এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ডগ স্কোয়াড সহ স্কুলগুলিতে পৌঁছে তল্লাশি শুরু করে। দিল্লি পুলিশ ইমেলের আইপি ঠিকানা শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে, ডিসেম্বর ৯ তারিখে দিল্লির ৪০টিরও বেশি স্কুলে একই ধরনের বোমা হুমকি দেওয়া হয়েছিল। তবে, পরে পুলিশ সেই ঘটনাকে ‘ভুয়ো হুমকি’ হিসেবে ঘোষণা করে।

ইমেলটি পাঠানো হয় রাত ১১:৩৮ মিনিটে, যেখানে ৩০,০০০ ডলার দাবি করা হয়েছিল বিস্ফোরক নিষ্ক্রিয় করার বিনিময়ে। ইমেলে লেখা ছিল, “এটি ভবনে খুব বেশি ক্ষতি করবে না, তবে বিস্ফোরণের সময় অনেক মানুষ আহত হবে। আপনারা সকলেই এই ক্ষতির যোগ্য।”

এই ঘটনার পর, অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দিল্লির স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version