Home খবর দেশ তামিলনাড়ুর বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু

তামিলনাড়ুর বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু

তামিলনাড়ুর দিন্দিগুলে বৃহস্পতিবার গভীর রাতে একটি বেসরকারি চারতলা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশু এবং দুই মহিলা। শহরের ত্রিচি রোডে অবস্থিত বেসরকারি হাসপাতালটি আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে পাঁচজন হাসপাতালে লিফটে আটকা পড়ে শ্বাসরোধে মারা যান। মৃতদের পরিচয় জানা—থেনি জেলার বাসিন্দা সুরুলি (৫০) এবং তার স্ত্রী সুব্বলক্ষ্মী (৪৫); দিন্দিগুল জেলার মারিয়াম্মল (৫০) এবং তার ছেলে মনিমুরুগান (২৮); রাজশেখর (৩৫) এবং একটি নাবালিকা মেয়ে।

এই অগ্নিকাণ্ডের খবর দ্রুত ছড়িয়ে পড়লে, উদ্ধারকারী দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তিনটি দমকল ইউনিট, ১০টি ১০৮ অ্যাম্বুলেন্স এবং ৩০টি বেসরকারি অ্যাম্বুলেন্সের সাহায্যে প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়। মোট ৩২ জনকে দিন্দিগুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজন ভেন্টিলেটরে রয়েছেন।

দিন্দিগুল জেলার কালেক্টর এম.এন. পূঙ্গোড়ি জানিয়েছেন, রাত ৯:৪৫ মিনিট নাগাদ সিটি হাসপাতালে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তিনি বলেন, “উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে। আহতদের সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মাদুরাই থেকে একটি মেডিক্যাল টিম এসে সহযোগিতা করছে।”

অগ্নিকাণ্ডের খবর পেয়ে, রাজ্যের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী আই. পেরিয়াসামী, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী আর. সাকারাপানি, দিন্দিগুল কালেক্টর এম.এন. পূঙ্গোড়ি, এবং অন্যান্য জনপ্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন উঠছে এবং এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ফের ই-মেলে বোমা রাখার হুমকি, দিল্লিতে একাধিক স্কুলে ছুটি দেওয়া হল

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version