২৫ জুন ‘সংবিধান হত্যা দিবস’ পালনের ঘোষণা করেছে মোদী সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি এই দিবস পালনের ঘোষণা করেছেন। ১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। ওই দিনকে বেছে নেওয়া হয়েছে ‘সংবিধান হত্যা দিবস’ পাননের জন্য। মোদী সরকারের দশ বছরের শাসনকালে কেন এই সিদ্ধান্ত নেওয়া হল না? তৃতীয় বার ক্ষমতায় আসার পর কেন এই সিদ্ধান্ত নেওয়া হল তাঁর কারণ জানিয়েছেন, সিপিএম নেত্রী বৃন্দা কারাত।
সংবাদসংস্থা এএনআইকে তিনি বিজেপি এবং আরএসএসের উপর তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, “গত দশ বছর ধরে বিজেপি-আরএসএস যৌথভাবে ক্ষমতায় রয়েছে, তবে তারা কেন হঠাৎ করে এখন জরুরি অবস্থার কথা ভাবছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যাবে যে, গত এক দশকের বিজেপি-আরএসএস শাসনে সংবিধান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন আইন এবং নীতির মাধ্যমে সংবিধানে একের পর এক আঘাত হানা হয়েছে এবং সংসদে সংখ্যাগরিষ্ঠের জোরে তারা সংবিধানের মূল মূল্যবোধগুলিকে ক্ষুণ্ণ করেছে।”
ট্রাম্পের উপর হামলা, বদলে দিতে পারে আমেরিকার রাজনৈতিক গতি-প্রকৃতি
তিনি আরও বলেন, “সংবিধানের উপর এই আক্রমণ বিজেপি-আরএসএসের নেতৃত্বে হচ্ছে, যা গত দশ বছরের শাসনে স্পষ্ট হয়ে উঠেছে। তাই হঠাৎ করেই তারা এখন জরুরি অবস্থার প্রসঙ্গ তুলছে।” ,তাঁর মতে নিজেদের কার্যকলাপ ‘ধামা চাপা’ দেওয়া জন্যই এই দিবস পালনের সিদ্ধান্ত।
#WATCH | Delhi: CPI(M) leader Brinda Karat says, "Well the BJP RSS joint venture has been in power for the last ten years and why did they never think of this (the Emergency) in the last ten years and why are they thinking of it now? They are thinking of it (the Emergency) now… pic.twitter.com/EYPQvhkb4x
— ANI (@ANI) July 15, 2024